নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদনে চলমান শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মদন উপজেলা শাখার নেতৃবৃন্দ। পরিদর্শন কালে তাঁরা হিন্দু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এ সময় নেত্রকোণা জামায়াতের কর্মপরিষদের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মাও. রুহুল আমীন বলেন, এ দেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান, মুসলিম সকলের। স্বাধীন ভাবে ধর্মীয় উৎসব পালনের অধিকার সবার সমান। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের সামপ্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে চায়।
এতে আরও বক্তব্য রাখেন, সাবেক আমীর রিয়াজ উদ্দিন (ইদ্রীস) মাস্টার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, হিন্দু বৌদ্ধ খৃষ্টাব্দ ঐক্য পরিষদের সভাপতি ডা. জীবন লাল, পুজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার পাল ও সাধারণ সম্পাদক বাবু বিমান বৈশ্য।