ময়মনসিংহসহ শেরপুর ও নেত্রকোণা জেলায় সাম্প্রতিক সময়ে বন্যায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
তিন জেলার ১৩ উপজেলায় ৬৩ হাজার ১৭১ পরিবার পানিবন্দি। এসব অঞ্চলে বন্যার পূর্বাভাস ছিল উল্লেখ করে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, এই বন্যাকে কম গুরুত্ব দেওয়া হয়নি। এখন পর্যন্ত ৭২ লাখ টাকা, ৪ হাজার ৪০০ টন চাল ও ৭ হাজার প্যাকেট খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।
বন্যা পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে বলেও জানান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।