নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন পৌরসভার পক্ষ থেকে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শুরু হওয়া এ অভিযান উদ্বোধন করেন মদন পৌর প্রশাসক এডিসি শামীমা ইয়াসমীন। স্কুল অব এক্সিলেন্স এর সামনে থেকে এ কার্যক্রম শুরু হয়। এ সময় পৌর প্রশাসক মদন প্রেসক্লাবের সামনের ময়লা দ্রুত পরিষ্কারের করা হবে বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া, পৌর প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, প্রেসক্লাব সদস্য মোশাররফ হোসেন বাবুল, সাংবাদিক আলী আজগর পনির, প্যানেল মেয়র শিরিন আক্তার, কাউন্সিলর মোঃ জামাল মিয়া, সাইফুল ইসলাম বাবুল, পার্থনাথ বৈশ্য সজল প্রমূখ।