অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমঃ
মা তুমি নাকের নূলক
মাথায় ঘোমটা
দশ হাত শাড়ীতে
রক্ষা করতে আব্রু
লাউয়ের ডগার মতো দেহটা।
অহংকারি মেজাজ ছিলো না
দশ আঙ্গুল উজার করে
দিতে স্নেহ ভালোবাসা
তোমার সুখের পেয়ালা উপুর করে।
অভিমানী চোখ দু’টো
ভিজে ওঠলেও দিতে মুছে
ছিলো তোমার বিনম্র মায়াবী স্বভাব
ঘুরতে সংসারের সাত পাঁকের পিছে।
এক রাশ ক্লান্তি মুখে মেখে
সন্তানের সুখেই সুখ পেতে
তোমার ছিলো অযত্ন অবহেলার জীবন
তুচ্ছ তাচ্ছ্যিলের সাগরে ডুব সাঁতার কাটতে।
তোমার সন্তানরা ছিলো নীরব দর্শক
চোখের ভাষা বুঝেও বুঝতো না
বাবা নামক সিংহ পুরুষ
সংসারের কলের কাঠি ঘুরাতো
মা তোমায় পিষে মারতো
দিতো অকথ্য যন্ত্রণা।
সংসারের চাবি আচঁলে বেঁধে
ঠোঁটে মেখে লিপস্টিক,পায়ে আলতা
হাড়ি পাতিল উল্টাতে
সর্বংসহা মা তুমি ছিলে কি সুখী
কি মোহে বাসরের ফুল ফোটাতে।