যুদ্ধ পরিস্থিতির মাঝেই আরও ২০৬ জন বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। দুই পক্ষ থেকে ১০৩ জন করে মোট ২০৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে।
গতবারের মতো এবারও যুদ্ধরত দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে সংযুক্ত আরব আমিরাত।
শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা। বন্দি মুক্তির বিষয়টি আলাদাভাবে নিশ্চিত করেছে রাশিয়া ও ইউক্রেন। এছাড়া আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে এক পোস্টে বলেন, ‘সফলতার সঙ্গে আমাদের আরও ১০৩ যোদ্ধাকে রাশিয়ার বন্দিত্ব থেকে ইউক্রেনে ফিরিয়ে এনেছি।’
এর আগে গত আগস্ট মাসে আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন ১১৫ জন করে মোট ৩০০ জন বন্দি বিনিময় করে।
সংযুক্ত আরব আমিরাতের দেওয়া তথ্যমতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন এখন পর্যন্ত ১ হাজার ৯৯৪ জন বন্দী বিনিময় করেছে।