রফিকুল ইসলামঃ কিশোগঞ্জের মিঠামইন উপজেলা গোপদিঘী ইউনিয়নে ধলাই-বগাদিয়া বাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৬ আগস্ট) এটি অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, শিক্ষক-শিক্ষার্থী ও জনতা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফরিদ আহমেদ।
শিক্ষার্থী মো. সোহাগ মিয়ার সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফকরুল ইসলাম, মোশাররফ আহমেদ, আজিজুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন শিক্ষার্থী আরিফুল ইসলাম, আশিকুর রহমান হীরা, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর মিয়া, মো. মিলন, ফয়সাল আহমেদ টুটুল, শিক্ষক মো. মানিক মিয়া, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট রফিকুল ইসলাম ও ওমর ফারুক প্রমুখ।
বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকারের সহায়ক হিসেবে সমাজ ও রাষ্ট্রের সকল বৈষম্য দূরীকরণে ভূমিকা রাখতে চান তারা।
বক্তায় বিশেষ করে শ্যামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা পুনরুদ্ধার ও সুপারিন্টেন্ডেন্ট মো. আমিনুল হকের অপসারণসহ সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবির বিষয়টি ওঠে আসে।