ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসানসহ ৩৮ জন কে আসামি করে থানায় মামলা হয়।
ইটনা থানার ওসি জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান জয়সিদ্ধী ইউনিয়নের ওয়ারা গ্রামের হারুন মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি।
এজাহার বিবরণে জানা যায় গত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী এডভোকেট আবু কাউছার খান মিল্কির মোটরসাইকেল প্রতিকের সমর্থক জয়সিদ্ধী ইউনিয়নের ওয়ারা গ্রামের হারুন মিয়া কে ২৫ মে রাত ৮টার সময় সকল বিবাদী একযোগে ১নং আসামীর নির্দেশে দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাদীর উপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে।
এসময় তার সাথে থাকা আরো কয়েক জন নেতাকর্মী আহত হয়। একপর্যায়ে পকেটে থাকা ১ লক্ষ ৫০ হাজার টাকাও ছিনাইয়া নেয়। পরে আসামিরা তাদের অফিস ভাংচুর করে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে।