নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় হিন্দু ধর্ম অনুসারে জন্মাষ্টমী উৎসবকে অত্যন্ত বিশেষ দিন বলেই মানা হয়। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী।
সোমবার (২৬ আগস্ট) সকালে মদন উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা মদন পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মদন বাজারে গিয়ে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু স্বপন কুমার পাল, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিমান কুমার বৈশ্য।
এছাড়াও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, বাবু সত্যজিত বৈশ্য, সংগ্রাম রায়, ডা. জীবন বাবু, শোভাযাত্রাতে মদন থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করেন। মঙ্গল শোভাযাত্রায় নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি ছিল।