ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বড়মাপের সংগঠক ছিলেন আইভি রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০১৬
  • ৩০৯ বার

আইভি রহমান ছিলেন একজন বড়মাপের সংগঠক। সকল রাজনৈতিক কর্মকাণ্ডে তার ছিল সরব উপস্থিতি। তিনি রাজনৈতিক কর্মী সংগ্রহ করতে পারতেন। মৃত্যু সবার জন্য অবধারিত; কিন্তু আমরা কোনো অপমৃত্যু চাই না। শোকাবহ আগস্ট মাসকে শক্তিতে পরিণত করতে হবে।

শনিবার বিকালে নিউ বেইলী রোডের বাংলাদেশ মহিলা সমিতির আইভি রহমান অডিটরিয়ামে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। ‘বাংলাদেশ মহিলা সমিতি’ এই স্মরণসভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের উপনেতা বেগম সাজেদা চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও আওয়ামী লীগের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দীন আহমেদ। স্মরণসভায় সভাপতিত্ব করেন সমিতির প্রেসিডেন্ট সিতারা আহসানুল্লাহ।

বেগম সাজেদা চৌধুরী বলেন, আইভি ছিলেন ভালো সংগঠক। সকল রাজনৈতিক কর্মকাণ্ডে তার ছিল সরব উপস্থিতি। সে সবাইকে সহজে আপন করে নিতে পারত। রাজনৈতিক কর্মী সংগ্রহ করতে পারত। আমি চাই মহিলা সমিতির এই মিলনায়তনে আইভির একটি ছবি টাঙানো হোক। মৃত্যু সবার জন্য অবধারিত; কিন্তু আমরা কোনো অপমৃত্যু চাই না। আইভি রহমান মানুষকে মানুষের মতো ভালোবাসতে পারতেন। তাকে সবসময় দলের জন্য সাধারণ কর্মীদের মতো কাজ করতে দেখেছি। তার কোনো অহংবোধ ছিল না।

অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, আইভি রহমান যেমন নারীবান্ধব, কর্মীবান্ধব ছিলেন তেমনি ছিলেন প্রতিবন্ধী বান্ধব। তিনি নিজের সন্তানের মতো করে অন্ধদের ভালোবাসতেন। ওই হামলার কারণে এখনো শত শত নেতা-কর্মী আহত হয়ে পঙ্গুত্ববরণ করে জীবন কাটাচ্ছেন। তিনি বলেন, এই দেশ কিছুতেই মাথানত করবে না। সম্প্রতি যে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, তা প্রতিরোধে যে জঙ্গিবিরোধী কমিটি গঠিত হয়েছে, সেই কমিটিতে নারীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

কাজী আকরাম উদ্দীন আহমেদ বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার থেকে আমরা এখনো অনেক দূরে রয়েছি। সবাই স্বাভাবিক মৃত্যু কামনা করলেও সেদিন কুচক্রী মহলের ষড়যন্ত্রে ২৪ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তিনি বলেন, আগস্ট মাস শোকের মাস এই শোককে আমরা শক্তিতে পরিণত করতে চাই।

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, যাদের আমরা সবসময় স্মরণ করি তাদের প্রয়াণ দিবস থাকতে পারে না। আমরা যেদিন সেই পরিবেশ তৈরি করতে পারব যে কোনো মানুষের অপমৃত্যু ঘটবে না, সেদিন আইভি রহমানের আত্মা শান্তি পাবে। তিনি বলেন, আইভি রহমানের কর্মযজ্ঞকে আমরা স্মরণ করব এই সমিতির কর্মকাণ্ডের মধ্য দিয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বড়মাপের সংগঠক ছিলেন আইভি রহমান

আপডেট টাইম : ১১:৫১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০১৬

আইভি রহমান ছিলেন একজন বড়মাপের সংগঠক। সকল রাজনৈতিক কর্মকাণ্ডে তার ছিল সরব উপস্থিতি। তিনি রাজনৈতিক কর্মী সংগ্রহ করতে পারতেন। মৃত্যু সবার জন্য অবধারিত; কিন্তু আমরা কোনো অপমৃত্যু চাই না। শোকাবহ আগস্ট মাসকে শক্তিতে পরিণত করতে হবে।

শনিবার বিকালে নিউ বেইলী রোডের বাংলাদেশ মহিলা সমিতির আইভি রহমান অডিটরিয়ামে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। ‘বাংলাদেশ মহিলা সমিতি’ এই স্মরণসভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের উপনেতা বেগম সাজেদা চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও আওয়ামী লীগের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দীন আহমেদ। স্মরণসভায় সভাপতিত্ব করেন সমিতির প্রেসিডেন্ট সিতারা আহসানুল্লাহ।

বেগম সাজেদা চৌধুরী বলেন, আইভি ছিলেন ভালো সংগঠক। সকল রাজনৈতিক কর্মকাণ্ডে তার ছিল সরব উপস্থিতি। সে সবাইকে সহজে আপন করে নিতে পারত। রাজনৈতিক কর্মী সংগ্রহ করতে পারত। আমি চাই মহিলা সমিতির এই মিলনায়তনে আইভির একটি ছবি টাঙানো হোক। মৃত্যু সবার জন্য অবধারিত; কিন্তু আমরা কোনো অপমৃত্যু চাই না। আইভি রহমান মানুষকে মানুষের মতো ভালোবাসতে পারতেন। তাকে সবসময় দলের জন্য সাধারণ কর্মীদের মতো কাজ করতে দেখেছি। তার কোনো অহংবোধ ছিল না।

অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, আইভি রহমান যেমন নারীবান্ধব, কর্মীবান্ধব ছিলেন তেমনি ছিলেন প্রতিবন্ধী বান্ধব। তিনি নিজের সন্তানের মতো করে অন্ধদের ভালোবাসতেন। ওই হামলার কারণে এখনো শত শত নেতা-কর্মী আহত হয়ে পঙ্গুত্ববরণ করে জীবন কাটাচ্ছেন। তিনি বলেন, এই দেশ কিছুতেই মাথানত করবে না। সম্প্রতি যে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, তা প্রতিরোধে যে জঙ্গিবিরোধী কমিটি গঠিত হয়েছে, সেই কমিটিতে নারীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

কাজী আকরাম উদ্দীন আহমেদ বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার থেকে আমরা এখনো অনেক দূরে রয়েছি। সবাই স্বাভাবিক মৃত্যু কামনা করলেও সেদিন কুচক্রী মহলের ষড়যন্ত্রে ২৪ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তিনি বলেন, আগস্ট মাস শোকের মাস এই শোককে আমরা শক্তিতে পরিণত করতে চাই।

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, যাদের আমরা সবসময় স্মরণ করি তাদের প্রয়াণ দিবস থাকতে পারে না। আমরা যেদিন সেই পরিবেশ তৈরি করতে পারব যে কোনো মানুষের অপমৃত্যু ঘটবে না, সেদিন আইভি রহমানের আত্মা শান্তি পাবে। তিনি বলেন, আইভি রহমানের কর্মযজ্ঞকে আমরা স্মরণ করব এই সমিতির কর্মকাণ্ডের মধ্য দিয়ে।