নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ পূর্ব শত্রুতার জের ধরে নেত্রকোণার মদনে বাবা ও মেয়ের হাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ভুক্তভোগী মো.সিদ্দিকুর রহমান বুধবার (০৬ আগস্ট) রাতে মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী মনিকা গ্রামে এমন ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী সিদ্দিকুর রহমানের দুই হাত ভেঙ্গে দেওয়া হয়েছে। এ সময় তার কিশোরী মেয়ে সাইদা আক্তারের এক হাত ভেঙ্গে দিয়েছে এবং স্ত্রী সুরাইয়া আক্তারকে মারপিট করা হয়েছে। আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পদমশ্রী মনিকা গ্রামের সিদ্দিকুর রহমানের পরিবারের সাথে প্রতিবেশী গণি মিয়ার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে সিদ্দিকুরের পরিবারের লোকজনকে প্রায় সময়েই হুমকি ধমকিসহ নানা ভাবে নির্যাতন করে আসছে গণি মিয়া। দেশের অস্থিতিশীলতার সুযোগে আইন-শৃঙ্খলা বাহিনী না থাকায় ৬ আগষ্ট সকালে গণি মিয়া তার লোকজন নিয়ে ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সিদ্দিকুরের বসত বাড়িতে হামলা চালায়।
এ সময় বসত ঘর ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। ভাংচুরে বাঁধা দেওয়ায় সিদ্দিকুরের দুই হাত ভেঙে দেওয়া হয়েছে। এর সাথে তার মেয়ের এক হাত ভেঙ্গে দিয়ে স্ত্রীকে মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় বুধবার (১৪ আগষ্ট) রাতে ভুক্তভোগী সিদ্দিকুর রহমান ৭ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত গনি মিয়ার ছেলে পাপ্পু মিয়া জানান, সিদ্দিকুরের লোকজন পূর্ব থেকে আমাদেরকে নানা ভাবে হয়রানি করেছে। একটি রাস্তা নিয়ে তাদের সাথে আমাদের একটি মামলা চলছে। এ নিয়ে কয়েকবার আমাদের সাথে ঝগড়া করেছে। ৬ আগষ্ট সকালে রাস্তাটি তারা বন্ধ করে দিলে ঝগড়া হয়। এ সময় আমার একজন লোক আহত হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার জনান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। থানায় আরো অভিযোগ রয়েছে। সার্ভারের সমস্যা জনিত কারণে মামলা রজু করা সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে অভিযোগ তদন্ত করে মামলা রজু করা হবে।