ঢাকা ০২:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন সরকারের প্রশংসা করে কিছু পরামর্শ দিলেন সোহেল তাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪০:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • ৩৮ বার

নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা ঠিক রাখতে সবার আগে পুলিশকে কাজে ফেরাতে হবে। পাশাপাশি পুলিশের ১১ দফার দিকেও নজর দিতে হবে। ’ রোববার (১১ আগস্ট)  সংবাদ মাধ্যমকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যে উদ্দেশ্যে ছাত্র আন্দোলন হয়েছে তা বাস্তবায়ন করতে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পুলিশ বাহিনীর ১১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতি দেওয়ার জন্য। ’

সোহেল তাজ বলেন, ‘ছাত্র-জনতার এই অভূতপূর্ব অভ্যুত্থানের মূল লক্ষ্য যদি হয়ে থাকে একটি আধুনিক গণতান্ত্রিক সমৃদ্ধশালী বাংলাদেশ, তাহলে আমাদের সর্বপ্রথম নজর দিতে হবে সুশাসন প্রতিষ্ঠার দিকে। সুশাসনের পূর্বশর্ত হচ্ছে আইনের শাসন। দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা ইত্যাদি নিয়ন্ত্রণ বা নির্মূল করা। আর এই কাজটা করার মূল হাতিয়ার হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু যারা এই কাজগুলো করবে তারাই যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে কোনোদিনই আইনের শাসন নিশ্চিত করা যাবে না। আর তাই আগে গোটা পুলিশ প্রশাসনের সংস্কার প্রয়োজন এবং রাজনীতির প্রভাব মুক্ত রাখা প্রয়োজন। ’

তিনি বলেন, ‘একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যেন মর্যাদার সাথে তার এই গুরু দায়িত্ব পালন করতে পারে সেই জন্য রাষ্ট্রের নিশ্চিত করতে হবে। তার যেন কোনো চাহিদা না থাকে অর্থাৎ তাকে সমাজে স্বচ্ছলভাবে চলার জন্য পর্যাপ্ত বেতন এবং সুবিধার ব্যবস্থা করে দিতে হবে। সে যেন তার ইউনিফর্ম পরতে গর্ব বোধ করে এবং মর্যাদার সাথে জনগণের সেবক হিসেবে তার দায়িত্ব পালন করতে পারে। ’

সোহেল তাজ আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাংলাদেশকে ভালোবাসে এবং একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে। ’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

নতুন সরকারের প্রশংসা করে কিছু পরামর্শ দিলেন সোহেল তাজ

আপডেট টাইম : ০৭:৪০:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা ঠিক রাখতে সবার আগে পুলিশকে কাজে ফেরাতে হবে। পাশাপাশি পুলিশের ১১ দফার দিকেও নজর দিতে হবে। ’ রোববার (১১ আগস্ট)  সংবাদ মাধ্যমকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যে উদ্দেশ্যে ছাত্র আন্দোলন হয়েছে তা বাস্তবায়ন করতে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পুলিশ বাহিনীর ১১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতি দেওয়ার জন্য। ’

সোহেল তাজ বলেন, ‘ছাত্র-জনতার এই অভূতপূর্ব অভ্যুত্থানের মূল লক্ষ্য যদি হয়ে থাকে একটি আধুনিক গণতান্ত্রিক সমৃদ্ধশালী বাংলাদেশ, তাহলে আমাদের সর্বপ্রথম নজর দিতে হবে সুশাসন প্রতিষ্ঠার দিকে। সুশাসনের পূর্বশর্ত হচ্ছে আইনের শাসন। দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা ইত্যাদি নিয়ন্ত্রণ বা নির্মূল করা। আর এই কাজটা করার মূল হাতিয়ার হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু যারা এই কাজগুলো করবে তারাই যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে কোনোদিনই আইনের শাসন নিশ্চিত করা যাবে না। আর তাই আগে গোটা পুলিশ প্রশাসনের সংস্কার প্রয়োজন এবং রাজনীতির প্রভাব মুক্ত রাখা প্রয়োজন। ’

তিনি বলেন, ‘একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যেন মর্যাদার সাথে তার এই গুরু দায়িত্ব পালন করতে পারে সেই জন্য রাষ্ট্রের নিশ্চিত করতে হবে। তার যেন কোনো চাহিদা না থাকে অর্থাৎ তাকে সমাজে স্বচ্ছলভাবে চলার জন্য পর্যাপ্ত বেতন এবং সুবিধার ব্যবস্থা করে দিতে হবে। সে যেন তার ইউনিফর্ম পরতে গর্ব বোধ করে এবং মর্যাদার সাথে জনগণের সেবক হিসেবে তার দায়িত্ব পালন করতে পারে। ’

সোহেল তাজ আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাংলাদেশকে ভালোবাসে এবং একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে। ’