ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জয়ের দাবি নিয়ে এবার মুখ খুললেন মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • ১৪ বার

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠা ছাত্র-জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা।

ওইদিনই জাতির উদ্দেশে এক ভাষণে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন, পদত্যাগ করেছেন শেখ হাসিনা। কিন্তু গতকাল বার্তা সংস্থা রয়টার্সের কাছে হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেন, তার মা পদত্যাগ করেননি।  তাই এখনো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে রোববার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল জানিয়েছেন, বিক্ষুব্ধ জনতার মুখোমুখি না হতে পদত্যাগ করেই দেশ ছেড়েছেন শেখ হাসিনা।

জয়ের দাবির প্রেক্ষিতে এনডিটিভিকে ফখরুল বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সামনে প্রেসিডেন্ট নিজেই বলেছেন, তিনি (শেখ হাসিনা) পদত্যাগ করেছেন। সেখানে কোনো জবরদস্তি বা এমন কিছু ছিল না। এটি ছিল একটি বিপ্লব। ’

‘যখন লাখ লাখ মানুষ শেখ হাসিনার বাসভবনের দিকে যাত্রা শুরু করেন, তখন তার নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী ও সশস্ত্র বাহিনী তাকে দুটি বিকল্প দিয়েছিল। একটি হলো থেকে যাওয়া এবং বিক্ষুব্ধ জনতার মুখোমুখি হওয়া। অপরটি হলো দেশ ছেড়ে যাওয়া। আর শেষ মুহূর্তে তিনি (শেখ হাসিনা) দেশত্যাগের সিদ্ধান্ত নেন।’

সরকার পতনের পরপরই দুর্নীতির মামলা থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি নেত্রীকে নিয়ে ফখরুল বলেন, ‘তিনি খুব অসুস্থ। হাসপাতালে আছেন। একাধিক রোগে ভুগছেন। এদেশে তার চিকিৎসা ভালো হচ্ছিল না এবং আমরা তাকে বিদেশে পাঠানোর জন্য বিচার বিভাগ ও সরকারের কাছে কয়েকবার অনুরোধ করেছি, কিন্তু তা হয়নি। ডাক্তাররা বলছেন যে এখনই বাইরে যাওয়ার জন্য উপযুক্ত নন। তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার আগে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে।  যদি তিনি শারীরিকভাবে সুস্থ থাকেন তবে তিনি অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’

বিভিন্ন বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে, বিক্ষোভ দমনে সেনাবাহিনী অস্বীকৃতি জানালে শেখ হাসিনা সরকারের পতনের ঘণ্টা বেজে যায়। বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী এখন আবারও আলোচনায়। আগামী নির্বাচনে সেনাবাহিনী কোনো হস্তক্ষেপ করবে না বলে মনে করেন মির্জা ফখরুল।

ফখরুল আরও বলেন, ‘সেনাবাহিনী যে দেশের রক্ষক, সে বিষয়ে মানুষের বিশ্বাস রয়েছে। তাই আমার মনে হয় না তারা (সেনাবাহিনী) এমন কিছু করবে, যা দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যায়।’
 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জয়ের দাবি নিয়ে এবার মুখ খুললেন মির্জা ফখরুল

আপডেট টাইম : ১১:৪২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠা ছাত্র-জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা।

ওইদিনই জাতির উদ্দেশে এক ভাষণে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন, পদত্যাগ করেছেন শেখ হাসিনা। কিন্তু গতকাল বার্তা সংস্থা রয়টার্সের কাছে হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেন, তার মা পদত্যাগ করেননি।  তাই এখনো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে রোববার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল জানিয়েছেন, বিক্ষুব্ধ জনতার মুখোমুখি না হতে পদত্যাগ করেই দেশ ছেড়েছেন শেখ হাসিনা।

জয়ের দাবির প্রেক্ষিতে এনডিটিভিকে ফখরুল বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সামনে প্রেসিডেন্ট নিজেই বলেছেন, তিনি (শেখ হাসিনা) পদত্যাগ করেছেন। সেখানে কোনো জবরদস্তি বা এমন কিছু ছিল না। এটি ছিল একটি বিপ্লব। ’

‘যখন লাখ লাখ মানুষ শেখ হাসিনার বাসভবনের দিকে যাত্রা শুরু করেন, তখন তার নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী ও সশস্ত্র বাহিনী তাকে দুটি বিকল্প দিয়েছিল। একটি হলো থেকে যাওয়া এবং বিক্ষুব্ধ জনতার মুখোমুখি হওয়া। অপরটি হলো দেশ ছেড়ে যাওয়া। আর শেষ মুহূর্তে তিনি (শেখ হাসিনা) দেশত্যাগের সিদ্ধান্ত নেন।’

সরকার পতনের পরপরই দুর্নীতির মামলা থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি নেত্রীকে নিয়ে ফখরুল বলেন, ‘তিনি খুব অসুস্থ। হাসপাতালে আছেন। একাধিক রোগে ভুগছেন। এদেশে তার চিকিৎসা ভালো হচ্ছিল না এবং আমরা তাকে বিদেশে পাঠানোর জন্য বিচার বিভাগ ও সরকারের কাছে কয়েকবার অনুরোধ করেছি, কিন্তু তা হয়নি। ডাক্তাররা বলছেন যে এখনই বাইরে যাওয়ার জন্য উপযুক্ত নন। তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার আগে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে।  যদি তিনি শারীরিকভাবে সুস্থ থাকেন তবে তিনি অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’

বিভিন্ন বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে, বিক্ষোভ দমনে সেনাবাহিনী অস্বীকৃতি জানালে শেখ হাসিনা সরকারের পতনের ঘণ্টা বেজে যায়। বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী এখন আবারও আলোচনায়। আগামী নির্বাচনে সেনাবাহিনী কোনো হস্তক্ষেপ করবে না বলে মনে করেন মির্জা ফখরুল।

ফখরুল আরও বলেন, ‘সেনাবাহিনী যে দেশের রক্ষক, সে বিষয়ে মানুষের বিশ্বাস রয়েছে। তাই আমার মনে হয় না তারা (সেনাবাহিনী) এমন কিছু করবে, যা দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যায়।’