অধিনায়কত্বের পরীক্ষায় পাস করেছেন শান মাসুদ। টেস্টের অধিনায়ক হিসেবে তার উপরেই আস্থা রেখেছে পাকিস্তান। আজ দীর্ঘ সংস্করণের কোচ জেসন গিলেস্পি ও নির্বাচকদের সঙ্গে আলোচনা করে মাসুদের অধিনায়ক থাকার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মাসুদ তার পরীক্ষায় পাস করলে বাবর আজমের ভাগ্য ঝুলে রয়েছে সুতায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর থেকেই সমালোচনা শুনতে হচ্ছে তাকে। দলের ব্যর্থতার সঙ্গে যোগ হয়েছে তার সামনে থেকে নেতৃত্ব না দিতে পারার ব্যর্থতাও। তাই পাকিস্তানের অনেকেই তাকে আর অধিনায়ক হিসেবে দেখত চান না।সেই তালিকায় এবার যুক্ত হয়েছে শহীদ আফ্রিদির নাম।
পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং অলরাউন্ডার চান বাবর যেন আর নেতৃত্বে না থাকে। মাঝে কিছু সময়ের জন্য বাদ পড়লেও দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করেও নিজেকে প্রমাণ করতে না পারায় আর তাকে এই পদে দেখতে চাচ্ছেন না আফ্রিদি।বাবরকে সরিয়ে দেওয়ার কথা বলে আফ্রিদি বলেছেন,‘কোনো অধিনায়কই দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়নি। আমি পাকিস্তানের অধিনায়ক ছিলাম, ইউনিস খান এবং মিসবাহ-উল-হকও ছিল।
কেউই খুব বেশি দিন নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়নি। বিশ্বকাপ শেষ হওয়ায় আমাদের উচিৎ হবে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া।’নতুন কাউকে দায়িত্ব দিয়ে তাকে সমর্থন দেওয়া উচিত বলেও মনে করেন আফ্রিদি। তিনি বলেছেন,‘বাবর আজম অনেক সুযোগ পেয়েছে। দুই থেকে তিনটি বিশ্বকাপ এবং এশিয়া কাপ।
আমার মতে, যাকে দায়িত্ব দেওয়া হোক না কেন তাকে পুরোপুরিভাবে সমর্থন দিতে হবে।’