ঢাকাই সিনেমার তারকা দম্পতি অনন্ত জলিল-বর্ষা। বর্তমানে তারা ফ্রান্সে অবস্থান করছেন। সেখানে বাংলা কমিউনিটি থেকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে এই দম্পতিকে। বিষয়টি নিশ্চিত করেছেন অনন্তর ‘কিল হিম’ সিনেমার নির্মাতা মোহাম্মদ ইকবাল।
ইকবাল বলেন, সম্প্রতি ফ্রান্সে গিয়েছেন অনন্ত-বর্ষা। সেখানে তাদের বাংলাদেশের কমিউনিটি, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম সম্মাননা স্মারক প্রদান করেছে। বিষয়টি খুবই আনন্দের। চলচ্চিত্রের মানুষকে সবাই ভালোবেসে সম্মান দেয়। এটা আবারো প্রমাণ হলো।
নতুন সিনেমা নির্মাণের কথা জানতে চাইলে ইককবাল বলেন, খুব শিগগিরই এই জুটিকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেব বড় আয়োজন করে। এখনই কোনো কিছু্ বলতে চাইছি না। কয়েকটা দিন অপেক্ষায় থাকতে হবে।
এদিকে, গত বছর ঈদে নিজস্ব প্রযোজনার বাইরে অনন্ত জলিলের ‘কিল হিম’ মুক্তি পেয়েছিল। মুক্তির পর দর্শকের প্রশংসায় ভাসেন অনন্ত জলিল ও বর্ষা। নতুন লুকে তাদের দারুণ মানিয়েছে এমন মন্তব্য করেন ভক্তরা।