৩ জুলাই বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ২১ পেরিয়ে ২২ বছরে পদার্পণ করতে যাচ্ছে। ‘সময়ের সাথে আগামীর পথে’ শ্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি। পরের বছর ১ জানুয়ারি ২০০৪ থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে চ্যানেলটি। দেশীয় চ্যানেলগুলোর মধ্যে এনটিভিই সর্বপ্রথম ২০১১ সালের ৮ সেপ্টেম্বর আইএসও সনদ অর্জন করে। খুব অল্প সময়ের মধ্যেই এনটিভি তার অনুষ্ঠানের বিষয় বৈচিত্র, আধুনিক চিন্তাধারা, সুস্থ ও রুচিসম্মত নাটক নির্মাণ, নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকের মন জয় করে নেয়। আগামীতেও এনটিভি তার এই জনপ্রিয়তার ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর। প্রতি বছরের মতো এবারও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে এনটিভি। সকাল ৮.৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ সিনেমা ‘শিকারী’। জয়দেব মূখার্জী’র পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী চ্যাটার্জী, সব্যসাচী চক্রবর্তী, অমিত হাসান, রাহুল দেব, সুব্রত প্রমূখ। সকাল ১১.৩০ মিনিটে প্রচার হবে বিশেষ ইসলামী অনুষ্ঠান ‘তারকা কন্ঠে পিএইচপি কোরআনের আলো’। সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শাহ ইফতেখার তারেক। দুপুর ১২.৩০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ টক শো ‘আড্ডায় গণমাধ্যম’। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করবেন জহিরুল আলম। দুপুর ২.৩০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে ক্লোজআপ ওয়ানের শিল্পীদের নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘তোমাদের পেলো বাংলাদেশ’। মোহাম্মদ নূরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ক্লোজআপ ওয়ান শিল্পী পুতুল। অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশন করবেন ক্লোজআপ তারকা লিজা, সালমা, নিশিতা বড়ুয়া, মুহিন খান, নোলক বাবু, রাজিব, বিউটি, মুহিন, প্রিয়াংকা বিশ্বাস, অপু আমান, ঋুুরাজ ও মোল্লা বাবু। বিকেল ৫.৩০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ কমেডি শো ‘বেস্ট অব হা-শো’। কাজী মোহাম্মদ মোস্তফা’র প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আবু হেনা রনি, মামুনুর রশীদ ও জয়া সাহা। বিশেষ এই আয়োজনে অংশগ্রহণ করবেন রম্য তারকা শাওন মজুমদার, তারেক মাহমুদ, সাইফুল ইসলাম, পরশ, মীরু, মাসুদ, মুন্না, সরোদ প্রমূখ। সন্ধ্যা ৭টায় সরাসরি সম্প্রচারিত হবে এনটিভি’র কর্মীবৃন্দ ও বিশিষ্টজনদের অংশগ্রহণে এনটিভি’র ২১ বছর পূর্তি উপলক্ষে কেক কাটার বিশেষ অনুষ্ঠান। রাত ৮.২০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ সেলিব্রেটি শো ‘জীবন্ত কিংবদন্তী রুনা লায়লার সঙ্গীত জীবনের ৬০ বছর’। জাহাঙ্গীর চৌধুরী’র প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়ক ফেরদৌস। অনুষ্ঠানটিতে শিল্পী রুনা লায়লা তাঁর বর্ণাঢ্য সঙ্গীতজীবন নিয়ে কথা বলবেন। তাঁর জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন এ প্রজন্মের শিল্পী কোনাল, লুইপা, সাব্বির, অপু আমান ও ঝিলিক। রাত ১১.৩০ মিনিটে প্রচার হবে বিশেষ একক নাটক ‘বোঝা’। মেহেদী হাসান হৃদয়ের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, সামিরা খান মাহী, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, বাশার বাপ্পী প্রমুখ।
সংবাদ শিরোনাম
২১ পেরিয়ে ২২ বছরে এনটিভি
-
Reporter Name
- আপডেট টাইম : ১১:০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- ৫৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ