নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদনে প্রধান সড়ক দখল করে গড়ে উঠেছে বাসস্ট্যান্ড। নেত্রকোণা-খালিয়াজুরী প্রধান সড়কের মদন সরকারি কলেজ মোড়ে বাসস্ট্যান্ড গড়ে উঠায় প্রতিদিনে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। এতে ঐ সড়কে যাতায়াতকারী লোকজন চরম ভোগান্তীতে পড়ছেন।
প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার (২০ জুন) বিকেল থেকে কয়েক ঘন্টার যানজটে অতিষ্ঠ হচ্ছেন পথচারী লোকজন।
স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন জায়গার লোকজন নিজ বাড়িতে আসেন। এদের মধ্যে বেশীর ভাগ লোকজন পোশাক শ্রমিকের কাজ করেন। তারা চট্টগ্রাম ও ঢাকা থেকে রিজার্ভ বাস নিয়ে আসেন। রিজার্ভ শতাধিক বাস উপজেলার কয়েকটি প্রধান সড়কের ওপর রাখা হয়। এর মধ্যে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ মোড়ে ২৫/৩০ টি বাস রাখায় প্রতিদিন সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
বিশেষ করে ঐ সড়কটি গিয়ে যুক্ত হয়েছে মদনের পর্যটন কেন্দ্র মিনি কক্সবাজার নামে খ্যাত উচিতপুর নৌ ঘাটে। নতুন পানি ও ঈদ উপলক্ষ্যে দর্শনার্থীদের জন্য ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে উচিতপুর পর্যটন সেন্টার। কিন্তু প্রধান সড়ক দখল করে অস্থায়ী বাসস্ট্যান্ডের কারণে সাধারণ যাত্রীসহ পর্যটকরা পড়েছে ভোগান্তিতে। এ নিয়ে পথচারী ও পর্যটনরা ক্ষোভ প্রকাশ করছেন।
পথচারী আলী মিয়া, রবিউল ইসলামসহ অনেকেই জানান, মদন সরকারি কলেজ মোড়ের প্রধান সড়ক দখল করে বাসস্ট্যান্ড করা হয়েছে। ২ ঘন্টা ধরে যানজটে আটকে আছি। কিন্তু আমাদের এই ভোগান্তির কোন প্রতিকার মিলছে না।
ঘুরতে আসা পর্যটক, রাবেয়া আক্তার, সুমি বেগম, সানজিদা খানম জানান, উচিপুর পর্যটন এলাকায় ঘুরতে আসছিলাম। ১ ঘন্টার বেশী সময় ধরে যানজটের কারণে সরকারি কলেজ মোড়ে আটকে আছি। পর্যটন এলাকায় যাওয়ার আগেই সন্ধ্যা হয়ে যাবে। প্রধান সড়কে বাসস্ট্যান্ড করায় এমন ভোগান্তির সৃষ্টি হয়েছে।
মদন উপজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নূরু খান জানান, রাস্তার ওপর যে বাসগুলো রাখা হয়েছে সেগুলো গার্মেন্টসের লোকজন রিজার্ভ করে নিয়ে আসছে। আমাদের কোন গাড়ি সেখানে রাখা হয়নি। আমি নিজে এক ঘন্টা ধরে যানজট কমানোর চেষ্টা করছি।
মদন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ শাহ আলম মিয়া জানান, সরকারি কলেজ মোড়ে যানজটের বিষয়টি আমি জেনেছি। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে এই বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।