ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এবার ফুলও ফিরিয়ে দিয়েছেন খালেদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০১৬
  • ১৯৪ বার

গত বছর রাজধানীর গুলশান কার্যালয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করতেন।

প্রতি বছর ১৫ আগস্টে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কেটে নিজের জন্মদিন পালন করলেও এবার সে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

এবার আনুষ্ঠানিকভাবে কেক কাটবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন তিনি। একইসঙ্গে সারাদেশের বিএনপি নেতাকর্মীদেরও একই নির্দেশ দেয়া হয়েছে।

আজ সোমবার খালেদা জিয়া ৭১-এ পা রাখেন। বরাবর খালেদা জিয়া নেতাকর্মীদের আনা কেক কেটে নিজের জন্মদিন পালন করতেন। নেতাকর্মীদের থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করতেন। কিন্তু এবার জন্মদিনে ফুলেল শুভেচ্ছাও গ্রহণ করেননি

বেগম জিয়া।

দেশের বর্তমান সংকট, বন্যা পরিস্থিতি সব মিলিয়ে নিজের জন্মদিন উদযাপন বাতিল করেছেন তিনি। রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যে এবার জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে বিএনপি চেয়ারপারসন জন্মদিন উদযাপনের কোনো আনুষ্ঠানিকতা রাখেননি।

১৫ আগস্ট প্রথম প্রহর ১২টা ১ মিনিটে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়েই ছিলেন খালেদা জিয়া। নেতাকর্মীদের নিয়ে কেক কাটেননি তিনি। এমনকি নেতাদের আনা ফুলও ফিরিয়ে দিয়েছেন বলে জানা গেছে।

যারা ফুল ও ফুলের তোড়া নিয়ে এসেছিলেন, তাদের কার্যালয়ের প্রবেশ ফটকেই তা রেখে যেতে বলা হয়। স্থায়ী কমিটির কমিটির সদস্য মওদুদ আহমদ ফুল নিয়ে ঢুকতে গেলে নিরাপত্তা কর্মীরা বলেন, ‌‘স্যার, ফুল নিয়ে যেতে বারণ রয়েছে’।

এরপর হাতে থাকা ফুলের তোড়া ফটকে নিরাপত্তা কর্মীদের কাছে দিয়ে যান তিনি। আরো কয়েকজন নেতাকে নিজের গাড়িতে ফুল রেখে কার্যালয়ে ঢুকতে দেখা গেছে।

রাত সাড়ে ১০টায় গুলশানের বাসা থেকে খালেদা জিয়া কার্যালয়ে এসে পৌঁছালে শতাধিক কর্মী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। গাড়ি থেকে নেমে হাত নেড়ে কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর কার্যালয়ে ঢোকেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বেগম জিয়াকে মৌখিক শুভেচ্ছা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

এবার ফুলও ফিরিয়ে দিয়েছেন খালেদা

আপডেট টাইম : ০৯:২৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০১৬

গত বছর রাজধানীর গুলশান কার্যালয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করতেন।

প্রতি বছর ১৫ আগস্টে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কেটে নিজের জন্মদিন পালন করলেও এবার সে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

এবার আনুষ্ঠানিকভাবে কেক কাটবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন তিনি। একইসঙ্গে সারাদেশের বিএনপি নেতাকর্মীদেরও একই নির্দেশ দেয়া হয়েছে।

আজ সোমবার খালেদা জিয়া ৭১-এ পা রাখেন। বরাবর খালেদা জিয়া নেতাকর্মীদের আনা কেক কেটে নিজের জন্মদিন পালন করতেন। নেতাকর্মীদের থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করতেন। কিন্তু এবার জন্মদিনে ফুলেল শুভেচ্ছাও গ্রহণ করেননি

বেগম জিয়া।

দেশের বর্তমান সংকট, বন্যা পরিস্থিতি সব মিলিয়ে নিজের জন্মদিন উদযাপন বাতিল করেছেন তিনি। রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যে এবার জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে বিএনপি চেয়ারপারসন জন্মদিন উদযাপনের কোনো আনুষ্ঠানিকতা রাখেননি।

১৫ আগস্ট প্রথম প্রহর ১২টা ১ মিনিটে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়েই ছিলেন খালেদা জিয়া। নেতাকর্মীদের নিয়ে কেক কাটেননি তিনি। এমনকি নেতাদের আনা ফুলও ফিরিয়ে দিয়েছেন বলে জানা গেছে।

যারা ফুল ও ফুলের তোড়া নিয়ে এসেছিলেন, তাদের কার্যালয়ের প্রবেশ ফটকেই তা রেখে যেতে বলা হয়। স্থায়ী কমিটির কমিটির সদস্য মওদুদ আহমদ ফুল নিয়ে ঢুকতে গেলে নিরাপত্তা কর্মীরা বলেন, ‌‘স্যার, ফুল নিয়ে যেতে বারণ রয়েছে’।

এরপর হাতে থাকা ফুলের তোড়া ফটকে নিরাপত্তা কর্মীদের কাছে দিয়ে যান তিনি। আরো কয়েকজন নেতাকে নিজের গাড়িতে ফুল রেখে কার্যালয়ে ঢুকতে দেখা গেছে।

রাত সাড়ে ১০টায় গুলশানের বাসা থেকে খালেদা জিয়া কার্যালয়ে এসে পৌঁছালে শতাধিক কর্মী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। গাড়ি থেকে নেমে হাত নেড়ে কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর কার্যালয়ে ঢোকেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বেগম জিয়াকে মৌখিক শুভেচ্ছা জানান।