ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

সারা দেশে ভারি বৃষ্টি, সকালেই দুর্বল হতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • ২১ বার

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ দুর্বল থেকে আরও দুর্বল হচ্ছে। প্রবল থেকে সাধারণ ঘূর্ণিঝড় এরপর গভীর নিম্নচাপে রূপ নেয় এটি। এর ফলে সারা দেশে ভারি বৃষ্টিপাত হয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ সোমবার (২৭ মে) দিবাগত রাত ১২টার সর্বশেষ আপডেটে জানিয়েছে, আগামী ৬ ঘণ্টায় এটি নিম্নচাপে রূপ নেবে। অর্থাৎ বাংলাদেশে আজ ভোর হওয়ার পরপরই এটি প্রায় দুর্বল হয়ে যাবে।

আরও জানিয়েছে, গভীর নিম্নচাপটি (ঘূর্ণিঝড়ের অংশ) বাংলাদেশের ওপর অবস্থান করছে, গত ৬ ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে এটি পূর্ব-উত্তরপূর্ব দিকে সরেছে। ২৭ মে রাত ১২টার সময় মোংলা থেকে ১৯০ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব, শ্রীমঙ্গল থেকে ১২০ কিলোমিটার পশ্চিম এবং রাজধানী ঢাকা থেকে ৩০ কিলোমিটার উত্তরপূর্ব দিকে অবস্থান করছিল।

ঝড়টি আরও পূর্ব-উত্তরপূর্ব দিকে সরে যাবে এবং আগামী ৬ ঘণ্টায় ধীরে ধীরে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে।

ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, বর্তমানে যে আবহাওয়া বিরাজ করছে সেটি ইঙ্গিত করছে এই ঘূর্ণিঝড়টি ধীরগতিতে দুর্বল হচ্ছে।

পুরোপুরি নিম্নচাপে পরিণত হওয়ার পর রেমালের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। আর এটির ঝড়ো বাতাসের গতিবেগ থাকবে ৬৫ কিলোমিটার।

গত ২৬ মে রাতে বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানে রেমাল। এটি ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে সারাদেশে ভারি বৃষ্টিপাত হয়। এতে রাজধানী ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালায়। এটির প্রভাবে বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে যায়। এতে করে লোকালয়সহ নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়।

স্যাটেলাইটে দেখা গেছে নিম্নচাপটি (ঘূর্ণিঝড়রের অংশ) ভারতের মেঘালয়ের দিকে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সারা দেশে ভারি বৃষ্টি, সকালেই দুর্বল হতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল

আপডেট টাইম : ১১:০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ দুর্বল থেকে আরও দুর্বল হচ্ছে। প্রবল থেকে সাধারণ ঘূর্ণিঝড় এরপর গভীর নিম্নচাপে রূপ নেয় এটি। এর ফলে সারা দেশে ভারি বৃষ্টিপাত হয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ সোমবার (২৭ মে) দিবাগত রাত ১২টার সর্বশেষ আপডেটে জানিয়েছে, আগামী ৬ ঘণ্টায় এটি নিম্নচাপে রূপ নেবে। অর্থাৎ বাংলাদেশে আজ ভোর হওয়ার পরপরই এটি প্রায় দুর্বল হয়ে যাবে।

আরও জানিয়েছে, গভীর নিম্নচাপটি (ঘূর্ণিঝড়ের অংশ) বাংলাদেশের ওপর অবস্থান করছে, গত ৬ ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে এটি পূর্ব-উত্তরপূর্ব দিকে সরেছে। ২৭ মে রাত ১২টার সময় মোংলা থেকে ১৯০ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব, শ্রীমঙ্গল থেকে ১২০ কিলোমিটার পশ্চিম এবং রাজধানী ঢাকা থেকে ৩০ কিলোমিটার উত্তরপূর্ব দিকে অবস্থান করছিল।

ঝড়টি আরও পূর্ব-উত্তরপূর্ব দিকে সরে যাবে এবং আগামী ৬ ঘণ্টায় ধীরে ধীরে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে।

ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, বর্তমানে যে আবহাওয়া বিরাজ করছে সেটি ইঙ্গিত করছে এই ঘূর্ণিঝড়টি ধীরগতিতে দুর্বল হচ্ছে।

পুরোপুরি নিম্নচাপে পরিণত হওয়ার পর রেমালের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। আর এটির ঝড়ো বাতাসের গতিবেগ থাকবে ৬৫ কিলোমিটার।

গত ২৬ মে রাতে বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানে রেমাল। এটি ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে সারাদেশে ভারি বৃষ্টিপাত হয়। এতে রাজধানী ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালায়। এটির প্রভাবে বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে যায়। এতে করে লোকালয়সহ নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়।

স্যাটেলাইটে দেখা গেছে নিম্নচাপটি (ঘূর্ণিঝড়রের অংশ) ভারতের মেঘালয়ের দিকে যাচ্ছে।