গাজীপুর সিটি করপোরেশনের সবচেয়ে জনবহুল এলাকা টঙ্গী শিল্পাঞ্চল। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় এই এলাকায়।
আজ সোমবার দুপুর ১টার দিকে টঙ্গীতে ২০ মিনিট বৃষ্টি হয়। এই বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ছোট ছোট সড়ক।
পানির নিচে টঙ্গী সফিউদ্দিন একাডেমি অ্যান্ড কলেজের মাঠ। একই অবস্থা টঙ্গীর বিভিন্ন অলিগলিতে। জলাবদ্ধতার কারণে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা হলে বেশি বৃষ্টিতে কেমন হবে তা নিয়ে চিন্তিত টঙ্গীর মানুষ।
আজকে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা দেখে নিজের ফেসবুকে ছবি পোস্ট করে টঙ্গীর বাসিন্দা কালিমুল্লাহ ইকবাল লিখেছেন,”একটু বৃষ্টিতে রাস্তা ডুবে পানিতে হলো নালা, পথচারীদের বাড়লো দুর্ভোগে কষ্টের জ্বালা।”সঙ্গে জলাবদ্ধতার একটি ছবি দিয়েছেন তিনি। তার দাবি, ছবিটি সমাজ কল্যাণ রোড, সফিউদ্দিন মার্কেটের পূর্ব পাশ থেকে তোলা।
জলাবদ্ধতার হতাশা থেকে টঙ্গীর অসংখ্য মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিয়ে নিজেদের দুর্ভোগের কথা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, টঙ্গী পৌরসভা থেকে সিটি করপোরেশন হয়েছে কিন্তু জলাবদ্ধতা দূর হয়নি। সামান্য বৃষ্টি হলেই টঙ্গী অচল হয়ে যায়। বৃষ্টির মাত্রা বেশি হলে টঙ্গীর অবস্থা কেমন হবে তা নিয়ে চিন্তিত তারা।
দত্ত পাড়ার মুদি ব্যবসায়ী হাদিউল মিয়া বলেন, একটু বৃষ্টি হলেই টঙ্গী ডুবে যায়। এটা আমাদের সারাজীবনের দুর্ভোগ।
এ বিষয়ে জানতে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।