ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাঙামাটিতে ইউপিডিএফ-এর আধাবেলা অবরোধ চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • ৬৩ বার
রাঙামাটির লংগদু উপজেলায় দুই কর্মী ও সমর্থককে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

অবরোধের সমর্থনে সকাল ৬টা থেকেই নিজেদের নিয়ন্ত্রিত বিভিন্ন দুর্গম এলাকার সড়কগুলোতে অবস্থান নিয়ে সড়কে টায়ার ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ইউপিডিএফ কর্মীরা। অবরোধের কারণে শহরের জীবনযাত্রা ও যান চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ আছে। রাঙামাটি থেকে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও উপজেলাগুলোর সঙ্গে সড়কযোগাযোগ বন্ধ আছে।

জেলার সাজেক, নানিয়ারচর, ঘিলাছড়ি, বুড়িঘাটসহ বিভিন্ন এলাকায় তাদের বিক্ষোভের খবর পাওয়া গেছে।প্রসঙ্গত, গত শনিবার রাঙামাটির লংগদু উপজেলার বড় হারিকাবা এলাকায় সশস্ত্র বন্দকুধারিদের গুলিতে ইউপিডিএফ কর্মী বিদ্যাধন চাকমা এবং সমর্থক ধন্য মনি চাকমা নিহত হন। ইউপিডিএফ এই হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান পদ থেকে সন্তু লারমাকে অপসারণ বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। তবে জেএসএস হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে এটি ইউপিডিএফ-এর আভ্যন্তরীণ বিরোধের কারণে হতে পারে বলে দাবি করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

রাঙামাটিতে ইউপিডিএফ-এর আধাবেলা অবরোধ চলছে

আপডেট টাইম : ১১:২৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
রাঙামাটির লংগদু উপজেলায় দুই কর্মী ও সমর্থককে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

অবরোধের সমর্থনে সকাল ৬টা থেকেই নিজেদের নিয়ন্ত্রিত বিভিন্ন দুর্গম এলাকার সড়কগুলোতে অবস্থান নিয়ে সড়কে টায়ার ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ইউপিডিএফ কর্মীরা। অবরোধের কারণে শহরের জীবনযাত্রা ও যান চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ আছে। রাঙামাটি থেকে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও উপজেলাগুলোর সঙ্গে সড়কযোগাযোগ বন্ধ আছে।

জেলার সাজেক, নানিয়ারচর, ঘিলাছড়ি, বুড়িঘাটসহ বিভিন্ন এলাকায় তাদের বিক্ষোভের খবর পাওয়া গেছে।প্রসঙ্গত, গত শনিবার রাঙামাটির লংগদু উপজেলার বড় হারিকাবা এলাকায় সশস্ত্র বন্দকুধারিদের গুলিতে ইউপিডিএফ কর্মী বিদ্যাধন চাকমা এবং সমর্থক ধন্য মনি চাকমা নিহত হন। ইউপিডিএফ এই হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান পদ থেকে সন্তু লারমাকে অপসারণ বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। তবে জেএসএস হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে এটি ইউপিডিএফ-এর আভ্যন্তরীণ বিরোধের কারণে হতে পারে বলে দাবি করেছে।