গাজীপুর সদর উপজেলায় বড় ভাইয়ের বাসায় বেড়াতে এসে শ্রীমতি ছনি সরকার (১৫) নামে এক কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাইন্জানুল গ্রামের আপনের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত শ্রীমতি ছনি সরকার নেত্রকোনা জেলার কলমাকান্দা থানা পাঁচোরা গ্রামের নিখিল সরকারের মেয়ে।
জয়দেবপুর থানার এসআই শামীম হোসেন জানান, ওই কিশোরী তার গ্রামের বাড়ি থেকে বড় ভাইয়ের বাসায় বেড়াতে এসে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। কারণ খুঁজতে তদন্ত করে দেখা হচ্ছে।
জয়দেবপুর থানার ওসি ইবরাহিম খলিল জানান, স্থানীয় লোকজন ও পরিবারের মাধ্যমে জানতে পারা যায় যে মেয়েটি একটু বদমেজাজি ছিল। পরিবারের কারও কথাই শুনত না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।