প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে কেন্দ্র একটি খবর প্রকাশের সূত্র ধরে অনলাইন সংবাদমাধ্যম বাংলামেইল২৪ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাহাদাত উল্যাহ খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও সহ-সম্পাদক প্রান্ত পলাশকে ‘জিজ্ঞাসাবাদের জন্যে নিয়ে গেছে’ র্যাব। র্যাব ৩ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সরওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দিনের বেলায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদককে তার উত্তরার বাসা থেকে ডেকে এনে আটক করা হয়। নির্বাহী সম্পাদককে বাংলামেইলের কার্যালয় থেকে আটক করেছে র্যাব ৩। রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তাকে কার্যালয় থেকে তুলে নেওয়া হয়। নির্বাহী সম্পাদকের সঙ্গে ওই সহ-সম্পাদককেও আটক করেছে র্যাব ৩। প্রতিষ্ঠানটির কার্যালয় কাকরাইলের স্কাউট ভবনের চতুর্থ তলায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত, বাংলামেইলের কার্যালয়ে র্যাব তালা দিয়ে গেছে। অফিসের একটি, নিজেদের দুটি তালা ব্যবহারের পর চাবিগুলো নিয়ে গেছে। সেইসঙ্গে একটি পিসিও নিয়ে গেছে। এর আগে রবিবার সন্ধ্যার দিকে র্যাবের সদস্যরা বাংলামেইলের অফিসে প্রবেশ করে। এ সময় সবার ফোন বন্ধ করিয়ে তল্লাশি চালানো হয়।
প্রতিষ্ঠানটির একাধিক সংবাদকর্মী জানান, রবিবার সন্ধ্যায় র্যাবের সদস্যরা অফিসে আসেন। ‘বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রীপুত্র জয়ের মৃত্যুর গুজব’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে বাংলামেইল। এর জের ধরেই রবিবারের ঘটনা।