ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মাইজপাড়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন সফুরা খাতুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • ৬৪ বার

নড়াইলের সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে সফুরা খাতুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

তিনি আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিল্লুর রহমান মোল্যা টেবিল ফ্যান প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৭৮০ ভোট।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা শামীম আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ইউনিয়নটির চেয়ারম্যান জসিম মোল্যার অকাল মৃত্যুতে পদটি শূন্য হয়। নবনির্বাচিত চেয়ারম্যান সফুরা খাতুন প্রয়াত চেয়ারম্যান জসিম মোল্যার স্ত্রী।

ইউনিয়নটিতে মোট ভোটার ১৯ হাজার ৭৬৯ জন, পুরুষ ভোটার ৯ হাজার ৯২৪ ও মহিলা ভোটার ৯ হাজার ৮৪৫ জন। এর মধ্যে ১১ হাজার ২৭১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে বাতিল হয় ১০১ ভোট। ভোট প্রদানের হার ৫৭ দশমিক শূন্য ১ শতাংশ।

এ নির্বাচনে প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী সফুরা খাতুনসহ মোট ছয়জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সফুরা খাতুন (আনারস), জিল্লুর রহমান মোল্যা (টেবিল ফ্যান), শহিদুর রহমান ফরাজী (চশমা), সাফায়েত কবির (মোটরসাইকেল), মুকুল শরীফ (ঘোড়া) ও জিল্লুর রহমান (অটোরিকশা) প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মাইজপাড়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন সফুরা খাতুন

আপডেট টাইম : ১১:২৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

নড়াইলের সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে সফুরা খাতুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

তিনি আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিল্লুর রহমান মোল্যা টেবিল ফ্যান প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৭৮০ ভোট।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা শামীম আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ইউনিয়নটির চেয়ারম্যান জসিম মোল্যার অকাল মৃত্যুতে পদটি শূন্য হয়। নবনির্বাচিত চেয়ারম্যান সফুরা খাতুন প্রয়াত চেয়ারম্যান জসিম মোল্যার স্ত্রী।

ইউনিয়নটিতে মোট ভোটার ১৯ হাজার ৭৬৯ জন, পুরুষ ভোটার ৯ হাজার ৯২৪ ও মহিলা ভোটার ৯ হাজার ৮৪৫ জন। এর মধ্যে ১১ হাজার ২৭১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে বাতিল হয় ১০১ ভোট। ভোট প্রদানের হার ৫৭ দশমিক শূন্য ১ শতাংশ।

এ নির্বাচনে প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী সফুরা খাতুনসহ মোট ছয়জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সফুরা খাতুন (আনারস), জিল্লুর রহমান মোল্যা (টেবিল ফ্যান), শহিদুর রহমান ফরাজী (চশমা), সাফায়েত কবির (মোটরসাইকেল), মুকুল শরীফ (ঘোড়া) ও জিল্লুর রহমান (অটোরিকশা) প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।