মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪
-
Reporter Name
-
আপডেট টাইম :
১০:৪৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
-
৪৬
বার
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ ঘোষণা করেছে। স্থানীয় সময় রবিবার দুর্ঘটনাটি ঘটে। মেক্সিকোর রাজধানীর কাছে একটি বাস রাস্তায় উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। একটি সূত্র জানিয়েছে, ‘প্রাথমিক পরিসংখ্যানে মৃতের সংখ্যা ১৪ জন জানা গেছে এবং আরো ৩১ জন আহত হয়েছে।
২০২০ সাল থেকে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট অনুসারে ২০২২ সালে মোট ৩ লাখ ৭৭ হাজার ২৩১টি দুর্ঘটনা রেকর্ড করার দাবি করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারিতে দেশটির উত্তর-মধ্য রাজ্য সান লুইস পোটোসিতে একটি দুর্ঘটনায় ১০ জন মারা যায়। এদের মধ্যে চারজন নাবালকও ছিল।
গত শনিবারও একটি ট্রাক অভিবাসীদের চাপা দিলে, তাদের মধ্যে তিনজন নিহত হন। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যের স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। চালক এখনও পলাতক।
Tag :