ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যেখানে বিয়ের উপহার হিসেবে দেয়া হয় ২১টি সাপ!

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০১৬
  • ৮৯৪ বার

আত্মীয়ের বিয়েতে কী দেবেন ভাবছেন? মোবাইল, ল্যাপটপ না শাড়ি, গয়না? উপহার পেলে সবাই খুশি হয়৷ তবে ভারতের ছত্তিসগড়ের যোগীনগরের কেউ যদি আপনার পরিচিত হয় তাকে ভুলেও নেমতন্ন করবেন না! তিনি বিয়েতে এলেই সবাই আঁতকে উঠবে৷ কারণ ২১টি জ্যান্ত সাপ নিয়ে আসবেন আপনার সেই বন্ধু বা পরিচিত জন! সৌজন্য রক্ষার খাতিরে উপহার নিতেই হবে৷ এটাই নিয়ম ছত্তিসগড়ের মহাসমুন্দ জেলার যোগীনগরের বাসিন্দাদের৷ তারা বিয়েতে সাপ উপহার দেন৷

স্থানীয় নিয়মানুসারে সেই ২১টি সাপকে পুরো দু মাস খাইয়ে দাইয়ে তোয়াজ করতে হবে৷ বুঝুন এবার কাণ্ড! ঘরের মধ্যে একটা বা দুটো হাঁড়িতে ২১টি সাপ অনবরত কিলবিল করছে৷ মাঝে মধ্যেই ফোঁসফোঁস করে

চলেছে৷ এরকম চলবে পুরো দুটো মাস৷ তারপর সেই সাপগুলোকে আবার জঙ্গলে ছেড়ে দিতে হবে৷ এক অদ্ভুত নিয়ম এই যোগীনগরের৷ এখানে সাপ সন্তানের মতো পালিত হয় প্রতি বাড়িতে৷ কেউ যদি সাপ মেরে ফেলেন তাহলে তাকে বিশাল অনুষ্ঠান করে শেষকৃত্যের অনুষ্ঠান করতে হবে৷ সঙ্গে অনেক খাওয়া দাওয়া৷

যোগীনগর এলাকাটি সাপুড়েদের জন্য প্রসিদ্ধ৷ এখানকার বাসিন্দাদের মূল পেশা সাপ ধরা৷ আর সাপের খেলা দেখানো৷ ছোট-বড় সবাই মনের আনন্দে গোখরা, কেউটে, চন্দ্রবোড়া, শাঁখামুটিসহ বিভিন্ন ধরণের সাপ ধরতে ওস্তাদ৷ যোগীনগরের প্রচলিত রীতি জঙ্গল থেকে সাপ ধরে মাস দুয়েক পর আবার সাপকে জঙ্গলে ছেড়ে দেয়া৷ আবার বিভিন্ন ওষধি গাছের পাতা দিয়ে চিকিৎসা করেন তারা৷

ছত্তিসগড় বনবিভাগ লাগাতার প্রচার চালিয়েছে-সাপ ধরা নিষেধ৷৷ যোগীনগরের বাসিন্দারা তা মানেননি৷ তাদের দাবি প্রচুর সাপ ধরলেও তাদের কোনোরকম ক্ষতি করা হয়না৷ সাপ ধরা তাদের সামাজিক রীতি৷ সেই রীতি অনুসারে যোগীনগরে কোনো বিয়ে অনুষ্ঠিত হলে কন্যাপণ হিসেবে অন্যান্য উপহারের পাশাপাশি ২১টি সাপ দেয়া হয়৷ সাপ না দিলে বিয়েই হবে না৷ সাপের সংখ্যা কম পড়লে অন্যদের কাছে সাপ ধার করা হয়৷

যোগীনগরের আর্থিক অবস্থা খারাপ৷ অভিযোগ, সরকারী প্রকল্পের অধীনে কোনো কাজ পায়না তারা৷ এলাকায় পৌঁছায়নি বিদ্যুতের লাইনও৷ রোজগারের জন্য তাই সাপ ধরাকেই মূল পেশা হিসেবে বেঁছে নিয়েছেন যোগীনগরবাসী৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

যেখানে বিয়ের উপহার হিসেবে দেয়া হয় ২১টি সাপ!

আপডেট টাইম : ১১:৫৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০১৬

আত্মীয়ের বিয়েতে কী দেবেন ভাবছেন? মোবাইল, ল্যাপটপ না শাড়ি, গয়না? উপহার পেলে সবাই খুশি হয়৷ তবে ভারতের ছত্তিসগড়ের যোগীনগরের কেউ যদি আপনার পরিচিত হয় তাকে ভুলেও নেমতন্ন করবেন না! তিনি বিয়েতে এলেই সবাই আঁতকে উঠবে৷ কারণ ২১টি জ্যান্ত সাপ নিয়ে আসবেন আপনার সেই বন্ধু বা পরিচিত জন! সৌজন্য রক্ষার খাতিরে উপহার নিতেই হবে৷ এটাই নিয়ম ছত্তিসগড়ের মহাসমুন্দ জেলার যোগীনগরের বাসিন্দাদের৷ তারা বিয়েতে সাপ উপহার দেন৷

স্থানীয় নিয়মানুসারে সেই ২১টি সাপকে পুরো দু মাস খাইয়ে দাইয়ে তোয়াজ করতে হবে৷ বুঝুন এবার কাণ্ড! ঘরের মধ্যে একটা বা দুটো হাঁড়িতে ২১টি সাপ অনবরত কিলবিল করছে৷ মাঝে মধ্যেই ফোঁসফোঁস করে

চলেছে৷ এরকম চলবে পুরো দুটো মাস৷ তারপর সেই সাপগুলোকে আবার জঙ্গলে ছেড়ে দিতে হবে৷ এক অদ্ভুত নিয়ম এই যোগীনগরের৷ এখানে সাপ সন্তানের মতো পালিত হয় প্রতি বাড়িতে৷ কেউ যদি সাপ মেরে ফেলেন তাহলে তাকে বিশাল অনুষ্ঠান করে শেষকৃত্যের অনুষ্ঠান করতে হবে৷ সঙ্গে অনেক খাওয়া দাওয়া৷

যোগীনগর এলাকাটি সাপুড়েদের জন্য প্রসিদ্ধ৷ এখানকার বাসিন্দাদের মূল পেশা সাপ ধরা৷ আর সাপের খেলা দেখানো৷ ছোট-বড় সবাই মনের আনন্দে গোখরা, কেউটে, চন্দ্রবোড়া, শাঁখামুটিসহ বিভিন্ন ধরণের সাপ ধরতে ওস্তাদ৷ যোগীনগরের প্রচলিত রীতি জঙ্গল থেকে সাপ ধরে মাস দুয়েক পর আবার সাপকে জঙ্গলে ছেড়ে দেয়া৷ আবার বিভিন্ন ওষধি গাছের পাতা দিয়ে চিকিৎসা করেন তারা৷

ছত্তিসগড় বনবিভাগ লাগাতার প্রচার চালিয়েছে-সাপ ধরা নিষেধ৷৷ যোগীনগরের বাসিন্দারা তা মানেননি৷ তাদের দাবি প্রচুর সাপ ধরলেও তাদের কোনোরকম ক্ষতি করা হয়না৷ সাপ ধরা তাদের সামাজিক রীতি৷ সেই রীতি অনুসারে যোগীনগরে কোনো বিয়ে অনুষ্ঠিত হলে কন্যাপণ হিসেবে অন্যান্য উপহারের পাশাপাশি ২১টি সাপ দেয়া হয়৷ সাপ না দিলে বিয়েই হবে না৷ সাপের সংখ্যা কম পড়লে অন্যদের কাছে সাপ ধার করা হয়৷

যোগীনগরের আর্থিক অবস্থা খারাপ৷ অভিযোগ, সরকারী প্রকল্পের অধীনে কোনো কাজ পায়না তারা৷ এলাকায় পৌঁছায়নি বিদ্যুতের লাইনও৷ রোজগারের জন্য তাই সাপ ধরাকেই মূল পেশা হিসেবে বেঁছে নিয়েছেন যোগীনগরবাসী৷