বরিশালের বাকেরগঞ্জে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দাঁড়ানো ট্রাকের সঙ্গে ধাক্কা দিয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রুহিতার পাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাকেরগঞ্জের চরামদ্দি উপজেলার বদরুল সিকদার (৬০) ও বরিশাল নগরীর বটতলা এলাকার মনিরুজ্জামান বাচ্চু (৬১)। তারা পেশায় ঠিকাদার বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মেহেদি হাসান জানান, মোটরসাইকেলটি পটুয়াখালী থেকে বরিশাল নগরীর দিকে যাচ্ছিল। একটি ভেকু মেশিন তোলার জন্য ট্রাকটি রাখা ছিল মহাসড়কের পাশে। তবে ট্রাকের সিগন্যাল বাতি ছিল না। দ্রুতগতির মোটরসাইকেল এসে ট্রাকের ওপর আছড়ে পড়ে। আহত দুই আরোহীকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বাকেরগঞ্জ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক একেএম মাহমুদুল হাসান জানান, হাসপাতালে পৌঁছার আগেই দুজন মারা গেছেন।