ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার (৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে চৌদ্দগ্রাম বাজারের বঙ্গবন্ধু স্কয়ার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম সরোয়ার এতথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে মায়ের দোয়া পরিবহন নামের একটি বাস ঢাকামুখী লেনে যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সামনে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দেয়।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ৯ জনকে উদ্ধার করি। আহত এক নারীকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার আনুমানিক বয়স ৪০ বছর। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
চৌদ্দগ্রাম থানার উপসহকারী পরিদর্শক নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ থানায় নেওয়া হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করেছি।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম সরোয়ার বলেন, দুর্ঘটনায় আহত ১৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজন মারা গেছেন। বাকি ১২ জনের মধ্যে একটি শিশুর অবস্থা গুরুতর ছিল। আমরা তাকেসহ সবাইকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছি।