ট্রেনে ঈদযাত্রায় ৫ এপ্রিলের টিকিট বিক্রি হবে আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন ছিল গতকাল সোমবার। বিক্রি হয়েছে ৪ এপ্রিলের ঈদযাত্রার টিকিট। অনলাইনে টিকিটের চাহিদা বেশ। রেলের পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হয়েছে সকালে। আধা ঘণ্টার মধ্যেই আর কোনো টিকিট না পাওয়ার তথ্য জানিয়েছেন গ্রাহকরা। দুপুর ২টায় বিক্রি হয়েছে পূর্বাঞ্চলের টিকিট। সেখানেও একই অবস্থা।

পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হয় গতকাল সকাল ৮টায়। প্রথম ১৫ মিনিটেই বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে যায়। টিকিট কাটার জন্য মানুষ সকাল থেকে ৬৪ লাখ বার রেলের ওয়েবসাইটে চেষ্টা চালান (হিট)। বেলা ২টা থেকে বিক্রি হয়েছে রেলের পূর্বাঞ্চলের টিকিট। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হয় না। তাই স্টেশনে ভিড় নেই। অনলাইনে কেউ দ্রুত টিকিট পেয়ে গেছেন। অনেকেই আবার টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন। আজ বিক্রি হবে ৫ এপ্রিলের টিকিট।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর