দেশে আরও একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। দলটির নাম রাখা হয়েছে ‘গণতান্ত্রিক সংস্কার পার্টি’।
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন এই দলের ঘোষণা দেন দলের সমন্বয়ক মেজর (অব.) আমিন আহমেদ আফসারী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ, সমৃদ্ধ ও শক্তিশালী একটি রাজনৈতিক দল আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবো। আগামী দিনে দেশে গণতন্ত্র সংস্কার এবং পুনর্গঠনে মুখ্য ভূমিকায় অবতীর্ণ হতে চাই।’
আমিন আহমেদ আফসারী বলেন, ‘বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে জাতীয়ভাবে যথাযথ সম্মান প্রদর্শন, জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়াদী, শের-ই-বাংলা এ কে ফজলুল হক ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জেলহত্যার চার জাতীয় নেতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীসহ সকল সেক্টর কমান্ডার এবং সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের উদ্দীপনামূলক বাক্য ভব জবাড়যা ব্যাস, সকলকে নিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ার আহ্বানসহ মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথা ইতিহাসকে সমুন্নত রাখা, তা রক্ষা করা ও মর্যাদার সঙ্গে সংরক্ষণ করতে গণতান্ত্রিক সংস্কার পার্টি ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘আগামী ৩০ মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের বাকি নেতাদের পরিচয় করিয়ে দেওয়া হবে।’
গণতান্ত্রিক সংস্কার পার্টির আহবায়ক প্রফেসর ড. সাহেদা ওবায়েদ বলেন, ‘আজ থেকে নতুন একটি রাজনৈতিক দলের যাত্রা শুরু হলো। বর্তমান পেক্ষাপটে আমাদের মনে হয়েছে, দেশে একটি রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। ফলে সামাজিক অবক্ষয়ের পাশাপাশি সমাজে বৈষম্য বিরাজ করছে। দেশে অর্থনৈতিক ভারসাম্য না থাকলে আগামী দিনে ভয়াবহ সংকট সৃষ্টি হতে পারে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষিকা নাদিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুল হক, কমান্ডার সাব্বির, মো. জাহাঙ্গীর আলম, মো. জয়নাল, মো. জাহাঙ্গীর, মিজান প্রমুখ।