নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার মদন ইউনিয়নের বারবুড়ি গ্রামের ফজলুর রহমান নামের এক কৃষকের দাবি, তার কিরা ক্ষেত প্রতিপক্ষের লোকজন নষ্ট করে দিয়েছে। অতঃপর ০৪ জনকে দায়ী কারে মঙ্গলবার (২ জানুয়ারী) থানায় লিখিত অভিযোগ।
অভিযুক্তরা হলো, সঞ্জু মিয়া, সঞ্জু মিয়ার ছেলে- রিমন মিয়া ও সিজান মিয়া এবং বাবুল মিয়ার ছেলে আনিস মিয়া। তারা প্রত্যেকেই বারবুড়ি গ্রামের বাসিন্দা। মঞ্জু মিয়া বলেন, মুরগী নিয়া ঝামেলা হয়েছিলো। ফজলু রহমানের লোকজন আমার স্ত্রী ও সন্তানদের মারধর করায় থানায় আমি লিখিত অভিযোগ দায়ের করেছি।
বুধবার (৩ জানুয়ারী) সরজমিন গেলে, এ বিষয়ে ফজলু রহমান বলেন, মঞ্জু ও বাবুলের ছেলেরা আমার কিরা ক্ষেত নষ্ট করে ক্ষেত থেকে কিরা নেওয়ার সময় আমার ছেলে দেখে ফেলে। তাদের বাঁধা দিতে গেলে, থাকে মারধর করে এবং মেরে ফেলার হুমকি দেয়া। এতে আমার অনেক ক্ষতি হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।
তদন্ত অফিসার এসআই জামিল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে অফিসার ইনচার্জ মহোদয়ের কাজে রিপোর্ট প্রধান করা হবে।