মোঃ নিজাম উদ্দিন, (নেত্রকোণা)ঃ সংশোধিত কাবিটা নীতিমালা-২০২৩ অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন পাইয়ার হাওরের ডুবন্ত বেরী বাঁধের ভাঙ্গন বন্ধকরণ, সংস্কার ও মেরামত কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা কাবিটা প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির আয়োজনে বাঁধ নির্মাণ ও মেরামত কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদ মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আহমদ, নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী ওবায়দুল হক, খালিয়াজুরী কলেজ প্রভাষক মোহাম্মদ জিয়াউল হক হিমেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বাগত সরকার শুভ ও সম্পাদক সাব্বির আহমদ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান জানান, হাওরের ফসল রক্ষা বেরী বাঁধ নির্মাণ মেরামত কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই কাবিটা নীতিমালা অনুযায়ী পিআইসি গঠন করে উপজেলার সবকটি হাওরের বাঁধ নির্মাণ, সংস্কার ও মেরামতের কাজ শুরু করা হবে।