হুমায়ূন আহমেদের লেখা ‘প্রিয় পদরেখা’ নাটকটির কথা মনে রেখেছেন এমন দর্শকের সংখ্যা নেহায়েত কম নয়। ১৯৯২ সালে বিটিভিতে প্রচারিত হয়েছিল এটি। অভিনয় করেছিলেন নাজমা আনোয়ার, আসাদুজ্জামান নূর, শীলা, আবুল খায়ের, মমতাজউদদীন আহমদ, মোজাম্মেল হোসেন, আফজাল শরীফ, সানি আলম, মেহের নিগার প্রমুখ।
২৩ বছর পর নাটকটি নির্মাণ করছেন প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। নতুন আঙ্গিকে নির্মিত হলেও নাটকের নাম ‘প্রিয় পদরেখা’-ই থাকবে। আর এতে অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মনিরা মিঠু, ঝুনা চৌধুরী, ইরেশ যাকের ও শবনম ফারিয়া। নাটকটি সামনের ঈদে চ্যানেল আইতে প্রচার হবে।