কেশজানি বিদ্যানিকেতনে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের কেশজানি বিদ্যানিকেতনে বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রিসাইডিং কর্মকর্তা (মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা) মোঃ শফিকুল বারীর উপস্থিতে বিদ্যালয় পরিচালনা কমিটির ৯ সদস্যের প্রত্যক্ষ ভোটে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন শাছুল ইসলাম রুবেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হামিদুল হক খোকন ৪ ভোট পান এবং বিজয়ী শামছুল ইসলাম রুবেল পান ৫ ভোট।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহমেদ জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল বারী স্যারের উপস্থিতে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যদের সরাসরি ভোটে সভাপতি পদে মোঃ শামছুল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে কাইটাইল ইউপি চেয়ারম্যান মোঃ সাফায়াত উল্লাহ্ রয়েল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর