ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনা উপজেলা কৃষি অধিদপ্তরের ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্টা , সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্ধোধন।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিতরনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান, অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ উজ্জ্বল সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মাহবুব ইকবাল প্রমুখ।
বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় উদ্ধোধনে ইটনা সদর ইউনিয়নের ১৫০ জন কৃষক কে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সরকারি ভূর্তিকী মূল্যে উপজেলার ২৪৮৫ জন কৃষক এ প্রণোদনা দেওয়া হবে।