আওয়ামী লীগ কোনো জনসভা ও রাজনৈতিক প্রোগ্রাম শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে করতে পারবে না বলে জানিয়েছেন বুড়িচংয়ের উপজেলা নির্বাহী কর্তকর্তা (ইউএনও)।
শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার পীরযাত্রাপুর হাইস্কুল মাঠে আওয়ামী লীগ জনসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, রাজনৈতিক প্রোগ্রাম ও আলোচনা সভার আয়োজন করা হয় পীরযাত্রাপুর হাইস্কুল মাঠে। বুড়িচং উপজেলার ইউএনও সাহিদা আক্তার প্রধান শিক্ষককে বলেছেন কোনো রাজনৈতিক প্রোগ্রাম মাঠে হতে দেওয়া যাবে না।
প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম বলেন, ইউএনও সাহিদা আক্তার আমাকে মোবাইল করে বলেছেন, আওয়ামী লীগের কোনো জনসভা ও রাজনৈতিক প্রোগ্রাম স্কুলের মাঠে করা যাবে না। আমি বিষয়টি এলাকার স্থানীয় নেতাকর্মীদের জানাই।
ইউএনও বলেন, আওয়ামী লীগের কোনো রাজনৈতিক প্রোগ্রাম ও জনসভা স্কুল মাঠে করা যাবে না। আমি নিষেধ করেছি। আমি আমার দায়িত্ব পালন করছি।