দর্শক চাহিদায় স্টার সিনেপ্লেক্সে বাড়ছে ‘মুজিব’ সিনেমার শো

হাওর বার্তা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জীবন নিয়ে নি‌র্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তি পায় শুক্রবার (১৩ অক্টোবর)। মুক্তির দিন থেকেই দেশের সবচেয়ে আধুনিক সিনেমা হল স্টার সিনেপ্লেক্সে ব্যাপক সাড়া ফেলছে সিনেমাটি। প্রেক্ষাগৃহের সাতটি শাখায় ১৮টি শো চলছে সিনেমাটির।

তবে দর্শক চাহিদার কারণে শো বাড়িয়েছে হলটির কর্তৃপক্ষ। সোমবার (২৩ অক্টোবর) থেকে সর্বমোট ৩৩টি করে শো চলবে ‘মুজিব’ সিনেমার।

তথ্যটি নিশ্চিত করেছে সিনেমাটির পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানান, স্টার সিনেপ্লেক্সে ‘মুজিব’ সিনেমা ভালো ব্যবসা করছে।

শুধু স্টার সিনেপ্লেক্স নয়, একই অবস্থা প্রায় সমগ্র বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে। দর্শক চাহিদা বাড়ায় মুক্তির দুদিন না যেতেই ১৫৩ থেকে ১৬১ সিনেমা হল পায় ‘মুজিব’। দ্বিতীয় সপ্তাহে এসে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪। যা বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড বলে জানাচ্ছে পরিবেশনা প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ৮৩ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমা এটি। ভারতের প্রখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল নির্মাণ করেছেন সিনেমাটি।

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ করা হয়েছে। এরপর ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ অংশের শুটিং সম্পন্ন হয়।

মূলত, সিনেমাটির শেষ কয়েকটি দৃশ্যের চিত্রায়ণ তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরসহ ঢাকার বেশ কিছু এলাকায় এবং গোপালগঞ্জে।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদ, জায়েদ খান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর