মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলায় শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
শেখ রাসেল দিবস উপলক্ষ্যে বুধবার (১৮ অক্টোবর) সকালে প্রথমে উপজেলা মুক্ত মঞ্চে শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, তারপর বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় মূল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া। সঞ্চালনায় ছিলেন, কৃষি সম্প্রারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ ও প্রধান শিক্ষক কামরুজ্জামান রফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ্ নূর রহমান, উপজেলা প.প.কর্মকর্তা ডা. নূরুল হুদা খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল, জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী মাহবুবুর রহমান সুমন, আইসিটি কর্মকর্তা তারিক মাহমুদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ ও গণমাধ্যম কর্মী প্রমুখ।