গুলশানে একটি রেস্টুরেন্টে জিম্মিদের উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে আরেক পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম রবিউল ইসলাম। তিনি গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি)।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দায়িত্ব পালনরত পুলিম সদর দফতরের এক কর্মকর্তা তার মৃত্যুর খবর কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য এর আগে বনানী থানার ওসি সালাউদ্দিন খান ওই মারা গেছেন।
জানা গেছে, ইউনাইটেড হাসপাতালে প্রায় অর্ধশত আহত পুলিশ সদস্যকে ভর্তি করা হয়েছে।