মো. নিজাম উদ্দিন (স্থানীয় প্রতিনিধি)ঃ নেত্রকোণার মদন পৌর শহরে আবারো বেড়েছে চুরির ঘটনা। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধায় পৌর শহরের ৭নং ওয়ার্ডে শ্যামলী রোডে আবু সাদাতের বাসায় নগদ টাকা সহ স্বর্ণ ও রুপা চুরির ঘটনা ঘটেছে।
নিলয় টেলিকম’র (মহিউদ্দিন মার্কেট) মালিক আবু সাদাত’র স্ত্রী বেলী আক্তার জানান, আমি ও পরিবারের লোকজন দুপুরে আমাদের শ্যামলী রোডে বাসা হতে পার্শ্ববর্তী মিতালী রোডে আমার ভাইয়ের বাসায় দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বেড়াতে যাই।
সান্ধায় আমার মেয়ে ও ভাগিনী আমাদের বাসায় এসে রুদ্রে থাকা কাপড়-চোপড় ঘরে রেখে আবার ভাইয়ের বাসায় চলে আসে তখনও বাসার সবই ঠিকঠাক ছিলো। কিন্তু আমরা রাত ৯ টায় বাসায় ফিরে দেখি সব এলোমেলো।
তিনি আরো জানান, স্বর্ণের হার ১টি, বালা ৪টা, চেইন ১টি, কানের দুল ৪টি, আংটি ২টি, রুপার নুপুর ২টি অর্থাৎ প্রায় ৫ ভরি সমপরিমাণ স্বর্ণ এবং নগদ ১৫ হাজার টাকা চুরি হয়েছে।
স্থানীয়রা বলছেন, মাঝখানে অল্প কিছু দিন চুরি বন্ধ থাকলেও আবারো বেড়েছে চুরির ঘটনা। এভাবে চুরির ঘটনা বাড়তে থাকলে পৌর শহরে শান্তিতে বসবাস করায় দায় হয়ে যাবে। গত এক বছরের পৌর শহরে রেকর্ড পরিমাণ চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনা দমনে পৌর শহরকে অগ্রাধিকার দিতে পুলিশ প্রশাসন প্রতি তারা বিশেষ অনুরোধ জানান।
মদন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ফোর্স নিয়ে আমি নিজেই সরজমিনে গিয়েছি। ইতোমধ্যে এ বিষয়ে মাঠে কাজ করছে।