মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ীবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট শাহেদ পারভেজ’র প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পাবলিক হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া এবং সঞ্চালনায় ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ্ নূর রহমান।
প্রধান অতিথি জেলা প্রশাসক শাহেদ পারভেজ তাঁর বক্তব্যে বলেন, কৃষি, পশু, মৎস্য ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের দায়িত্বশীল হতে আহ্বান করেন। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি বিশেষ আহ্বান জানান। এছাড়াও সর্বসাধারণের প্রতি সহনশীল আচরণ, বিশেষ করে বীর মুক্তিযোদ্ধাদের সবার আগে সেবা নিশ্চিত করতে সকল কর্মকর্তাদের নির্দেশ প্রধান করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম (সা. মদন পৌর মেয়র), পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতী আনোয়ার হোসাইন, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান, কাইটাইল ইউপি চেয়ারম্যান সাফায়াত উল্লাহ্ রয়েল, সাবেক জেলা পরিষদ সদস্য আয়েশা আক্তার।
এছাড়াও বক্তব্য রাখেন, শিক্ষকবৃন্দের মধ্যে এ.টি.এম কামরুজ্জামান, সাংবাদিকবৃন্দের মধ্যে তোফাজ্জল হোসেন, ব্যবসায়ীবৃন্দের মধ্যে ফেরদৌস ইয়ার আহমেদ, হিজরা সম্প্রদায়ের মধ্যে জয়ীতা অনন্যা, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গের মধ্যে বাবুল সিরাজুল, এনজিও প্রতিনিধি’র পক্ষে মোঃ সাইদুর রহমান সৈয়দ (পপি), পূজা উদযাপন কমিটির পক্ষে বাবু বিমান বৈশ্য, ইমাম কমিটির পক্ষে মুফতি গিয়াস উদ্দিন আল মাহাবুব।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ীবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।