বুবলীর কাছে গেলেন শাকিব

হাওর বার্তা ডেস্কঃ কিছু দিন ধরে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর আলোচনা-সমালোচনা ছিল তুঙ্গে।  চলছিল একে অপরের কাছে অভিযোগ।

বৃহস্পতিবার হঠাৎ বুবলীর স্ট্যাটাস শাকিবকে নিয়ে।  সেখানে লেখেন..

আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার, কারন আজ আমাদের শেহ্জাদ বাপজান এর স্কুল এর প্রথম দিন..

এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাটি হাটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ!

অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে!

সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর