হাওর বার্তা ডেস্কঃ সারাদেশের মতো সিরাজগঞ্জেও বেড়ে চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪২ জনে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান সহকারী হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, জেলায় এখন পর্যন্ত ৬৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫৭৪ জন। জেলার সরকারি ও বেসরকারি হাসপাতাল চিকিৎসাধীন আছেন ৬৭ জন।
সিভিল সার্জন ডা. রামপদ রায় জানান, ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জে হাসপাতালগুলাতে আলাদা করে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে।