মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলার মদন ইউনিয়নের কুলিয়াটি শান্তিপাড়া (উচিতপুর) গ্রামে হযরত শাহজালাল (রা.) মহিলা হাফিজিয়া মাদ্রাসা শুভ উদ্বোধন করা হয়েছে।
মাদ্রাসা’র অন্যতম জমিদাতা মো. ছালেহ আহমেদের সার্বিক তত্বাবধানে ও লন্ডন প্রবাসী নূর রহমান এবং সাইমন আহমেদের অর্থায়নে হযরত শাহজালাল (রা.) মহিলা হাফিজিয়া মাদ্রাসার প্রথম ধাপের নির্মাণ কাজ শুরু হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (৯ আগষ্ট) সকালে মাদ্রাসার শ্রেণী কক্ষে অত্র মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা সভাপতি মৌলভী ছালেহ আহমদের আয়োজনে মদন ইউপি চেয়ারম্যান মো. খায়রুল ইসলাম আকন্দের সভাপতিত্বে ও রুহুল আমিনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তেলায়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারী শেখ ছালিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইফ আলী তুষার।
সভায় আরো উপস্থিত ছিলেন, মাঘান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রতন চৌধুরী, আন্জু মিয়া, ভোরের দপর্ণ প্রতিনিধি মো. মোশাররফ হোসেন (বাবুল) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।