পাপিয়াকাণ্ডে এবার জেল সুপারকে বদলি

দায়িত্বে অবহেলার কারণে গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ওবায়দুর রহমানকে বদলি করা হয়েছে। তাকে রাজশাহী প্রশিক্ষণকেন্দ্রের প্রধান প্রশিক্ষক হিসেবে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের (কারা-১ শাখা) উপসচিব তাহনিয়া চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে বদলির আদেশ দেওয়া হয়।

এর আগে দায়িত্বে অবহেলার কারণে গত ৩০ জুলাই কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ছয় কারারক্ষীকে দেশের বিভিন্ন কারাগারে বদলি করা হয়।

সম্প্রতি এ কারাগারে যুবমহিলা লীগের বহিস্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার নির্যাতনে এক শিক্ষানবিশ আইনজীবী গুরুতর আহত হন। এ ঘটনার পর কারা কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা ও গাফিলতির বিষয়টি উঠে আসে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর