মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে, নেত্রকোণা মদন উপজেলায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পে আওতায় ৩ দিনব্যাপী (১৮,১৯ ও ২০ জুলাই) “কৃষি মেলা-২০২৩” উদ্বোধন করা হয়।
মদন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পাবলিক হল প্রঙ্গনে, মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১ টায় এ মেলা উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহা আলম মিয়া।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ’র সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি মোঃ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ ওমর আলী, যুবক উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল বারী, মাঘান ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম মাসুদ ও গণমাধ্যম কর্মী প্রমুখ।