ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যারিস্টার সুমনের খেলা দেখতে ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
  • ৭৯ বার

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ও আলোচিত মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল খেলা দেখতে রাজবাড়ীর পাংশায় হাজির হন হাজার হাজার ফুটবল ভক্ত।

শনিবার (২৪ জুন) বিকেলে উপজেলার পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে পাংশা উপজেলা আওয়ামী যুবলীগ। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাদশের মুখোমুখি হয় শক্তিশালী পাংশা উপজেলা ফুটবল একাদশ।

সরেজমিনে রাজবাড়ীর পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, খেলা শুরু হবার আগেই মাঠ কানাই কানাই পূর্ণ। ২০ টাকার টিকিট কেটে দল বেধে জেলার বিভিন্ন জায়গা থেকে দর্শকেরা খেলা দেখতে মাঠে এসেছে। শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্করাও ব্যারিস্টার সুমনকে একনজর দেখতে মাঠে ভিড় করেছে।

খেলা দেখতে আসা দর্শক শফিকুল ইসলাম বলেন, ব্যারিস্টার সুমনের খেলা দেখতে আজ মাঠে এসেছি। আশা করছি খেলাটি অনেক উত্তেজনাকর হবে।

অপর দর্শক রাসেল শেখ বলেন, প্রায় ২০ বছর পর পাংশা উপজেলায় জর্জ স্কুল মাঠে এতো বড় একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। প্রচুর ফুটবল প্রেমী দর্শক মাঠে খেলা দেখতে এসেছে। আমিও খেলা দেখতে এসেছি।

পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা ও আয়োজক কমিটির সদস্য শহীদুল ইসলাম মারুফ জানান, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত ও জনপ্রিয় মুখ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল টিম এই প্রীতি ফুটবল ম্যাচ খেলবে। এ আয়োজন পাংশার ফুটবল ইতিহাসের অংশ হবে।

খেলা শুরুর আগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, পাংশায় এসে আমি অভিভূত। ফুটবল মানুষের প্রথম প্রেম। আজ আমি পাংশাতে ফুটবল খেলতে আসছি। পাংশায় এর আগে এতো মানুষ হয়েছে কীনা আমার জানা নেই। ফুটবলের প্রতি দেশ প্রেম থেকেই মানুষ খেলা দেখতে আসে। মাদক থেকে দেশকে মুক্ত করার এর থেকে ভালো উপায় আর নেই।

তিনি আরও বলেন, আমি প্রায় সাড়ে ৩০০ কিলোমিটার দূর থেকে এসেছি। পাংশার সঙ্গে খেলে জিততে বা হারতে আসি নাই। আমরা পাংশার মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে এসেছি। রাজার বাড়ির মানুষদের কখনও হারানো যায় না। আমি পাংশার মানুষকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলায় সোনার ফুটবলার উপহার দিতে এসেছি।

প্রীতি ফুটবল ম্যাচে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম (এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, কালুখালি উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউজ্জামান চৌধুরী টিটু, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাফর সাদিক চৌধুরী, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাস্টার, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডল ওপাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ব্যারিস্টার সুমনের খেলা দেখতে ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড়

আপডেট টাইম : ০১:০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ও আলোচিত মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল খেলা দেখতে রাজবাড়ীর পাংশায় হাজির হন হাজার হাজার ফুটবল ভক্ত।

শনিবার (২৪ জুন) বিকেলে উপজেলার পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে পাংশা উপজেলা আওয়ামী যুবলীগ। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাদশের মুখোমুখি হয় শক্তিশালী পাংশা উপজেলা ফুটবল একাদশ।

সরেজমিনে রাজবাড়ীর পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, খেলা শুরু হবার আগেই মাঠ কানাই কানাই পূর্ণ। ২০ টাকার টিকিট কেটে দল বেধে জেলার বিভিন্ন জায়গা থেকে দর্শকেরা খেলা দেখতে মাঠে এসেছে। শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্করাও ব্যারিস্টার সুমনকে একনজর দেখতে মাঠে ভিড় করেছে।

খেলা দেখতে আসা দর্শক শফিকুল ইসলাম বলেন, ব্যারিস্টার সুমনের খেলা দেখতে আজ মাঠে এসেছি। আশা করছি খেলাটি অনেক উত্তেজনাকর হবে।

অপর দর্শক রাসেল শেখ বলেন, প্রায় ২০ বছর পর পাংশা উপজেলায় জর্জ স্কুল মাঠে এতো বড় একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। প্রচুর ফুটবল প্রেমী দর্শক মাঠে খেলা দেখতে এসেছে। আমিও খেলা দেখতে এসেছি।

পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা ও আয়োজক কমিটির সদস্য শহীদুল ইসলাম মারুফ জানান, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত ও জনপ্রিয় মুখ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল টিম এই প্রীতি ফুটবল ম্যাচ খেলবে। এ আয়োজন পাংশার ফুটবল ইতিহাসের অংশ হবে।

খেলা শুরুর আগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, পাংশায় এসে আমি অভিভূত। ফুটবল মানুষের প্রথম প্রেম। আজ আমি পাংশাতে ফুটবল খেলতে আসছি। পাংশায় এর আগে এতো মানুষ হয়েছে কীনা আমার জানা নেই। ফুটবলের প্রতি দেশ প্রেম থেকেই মানুষ খেলা দেখতে আসে। মাদক থেকে দেশকে মুক্ত করার এর থেকে ভালো উপায় আর নেই।

তিনি আরও বলেন, আমি প্রায় সাড়ে ৩০০ কিলোমিটার দূর থেকে এসেছি। পাংশার সঙ্গে খেলে জিততে বা হারতে আসি নাই। আমরা পাংশার মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে এসেছি। রাজার বাড়ির মানুষদের কখনও হারানো যায় না। আমি পাংশার মানুষকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলায় সোনার ফুটবলার উপহার দিতে এসেছি।

প্রীতি ফুটবল ম্যাচে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম (এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, কালুখালি উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউজ্জামান চৌধুরী টিটু, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাফর সাদিক চৌধুরী, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাস্টার, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডল ওপাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।