ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হাওরে জমকালো ফুটবল টুর্নামেন্ট, গোল দিয়ে ম্যাচ জেতালেন ডিবির হারুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • ৯৯ বার

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের প্রেসিডেন্ট রিসোর্ট খেলার মাঠে হয়ে গেল জমকালো ফুটবল টুর্নামেন্ট।

শুক্রবার (২ জুন) বিকালে প্রয়াত মুক্তিযোদ্ধা হাজী আবদুল হাসেম স্মৃতি টুর্নামেন্ট নামে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) মো. হারুন অর রশিদ। এতে সভাপতিত্ব করেন ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ভুঁইয়া।

অনুষ্ঠানে বক্তব্য দেন চিত্র তারকা ও খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, চিত্রনায়ক জায়েদ খাঁন, চিত্রনায়ক রুবেল, চিত্র নায়িকা শিরিন শিলা, চিত্র নায়িকা জলি, জাতীয় দলের সাবেক ফুটবলার কাইছার হামিদ, পুলিশ সুপার মো. রাসেল শেখ প্রমুখ।

উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কলিন্দ্রনাথ গোলদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রেসিডেন্ট রিসোর্টের পূর্ব কোণে খেলার মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টটি ডিবিপ্রধান হারুন অর রশিদের প্রয়াত বাবা বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল হাসেমের নামে।

রোদ বৃষ্টি উপেক্ষা করে দুপুর থেকেই হাজার হাজার দর্শক উদ্বোধনী অনুষ্ঠান দেখতে মাঠে জড়ো হন। এছাড়াও চলচ্চিত্র অঙ্গনের তারকাদের আসার সংবাদ পেয়ে দর্শকরা উল্লোসিত হন।

 

খেলায় হোসেনপুর একাদশ বনাম নবাবপুর একাদশের ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে হোসেনপুর একাদশের পক্ষে হারুন অর রশীদ মাঠ কাঁপিয়ে তোলেন। খেলার হাফ টাইমের পূর্বেই হারুন বল নিয়ে নবাবপুর একাদশকে ১-০ গোলে এগিয়ে দেন। বিরতির পর আর কোনো গোল না হওয়ায় হারুনের গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে হোসেনপুর একাদশ। এ টুর্নামেন্টে প্রথম রাউন্ডে ১৬ টি দল অংশ নেওয়ার কথা রয়েছে।

হাওরে এই প্রথম কোনো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান তারকাদের মেলায় পরিণত হয়। অভিনেতারা বলেন, ফুটবল একটি জাতীয় খেলা। ফুটবল খেলায় হাওরের মানুষকে আরও উৎসাহিত করতে আমরা ডিবি প্রধানের আমন্ত্রণে এসেছি। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার ও মশিউর রহমান ভূইয়া।

 

এদিকে ডিবিপ্রধান নিজের এবং স্ত্রীর চিকিৎসার জন্য শিগগির সিঙ্গাপুর যাচ্ছেন। তার আগেই জমকালো এই টুর্নামেন্ট খেললেন তিনি। ইতোমধ্যে তার চিকিৎসার জন্য ১৩ দিনের ছুটি মঞ্জুর করে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত বছরের ১৩ জুলাই ডিবিপ্রধানের দায়িত্ব পান হারুন অর রশীদ। একইবছরের ১১ মে অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হন। সেসময় তিনি যুগ্ম-পুলিশ কমিশনারের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও গোয়েন্দা উত্তর) দায়িত্বে ছিলেন।

পুলিশের এই কর্মকর্তার জন্ম কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও এমএসএস করেন। পুলিশের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক’-বিপিএম ও ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’-পিপিএম পেয়েছেন পাঁচবার।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

হাওরে জমকালো ফুটবল টুর্নামেন্ট, গোল দিয়ে ম্যাচ জেতালেন ডিবির হারুন

আপডেট টাইম : ১১:০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের প্রেসিডেন্ট রিসোর্ট খেলার মাঠে হয়ে গেল জমকালো ফুটবল টুর্নামেন্ট।

শুক্রবার (২ জুন) বিকালে প্রয়াত মুক্তিযোদ্ধা হাজী আবদুল হাসেম স্মৃতি টুর্নামেন্ট নামে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) মো. হারুন অর রশিদ। এতে সভাপতিত্ব করেন ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ভুঁইয়া।

অনুষ্ঠানে বক্তব্য দেন চিত্র তারকা ও খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, চিত্রনায়ক জায়েদ খাঁন, চিত্রনায়ক রুবেল, চিত্র নায়িকা শিরিন শিলা, চিত্র নায়িকা জলি, জাতীয় দলের সাবেক ফুটবলার কাইছার হামিদ, পুলিশ সুপার মো. রাসেল শেখ প্রমুখ।

উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কলিন্দ্রনাথ গোলদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রেসিডেন্ট রিসোর্টের পূর্ব কোণে খেলার মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টটি ডিবিপ্রধান হারুন অর রশিদের প্রয়াত বাবা বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল হাসেমের নামে।

রোদ বৃষ্টি উপেক্ষা করে দুপুর থেকেই হাজার হাজার দর্শক উদ্বোধনী অনুষ্ঠান দেখতে মাঠে জড়ো হন। এছাড়াও চলচ্চিত্র অঙ্গনের তারকাদের আসার সংবাদ পেয়ে দর্শকরা উল্লোসিত হন।

 

খেলায় হোসেনপুর একাদশ বনাম নবাবপুর একাদশের ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে হোসেনপুর একাদশের পক্ষে হারুন অর রশীদ মাঠ কাঁপিয়ে তোলেন। খেলার হাফ টাইমের পূর্বেই হারুন বল নিয়ে নবাবপুর একাদশকে ১-০ গোলে এগিয়ে দেন। বিরতির পর আর কোনো গোল না হওয়ায় হারুনের গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে হোসেনপুর একাদশ। এ টুর্নামেন্টে প্রথম রাউন্ডে ১৬ টি দল অংশ নেওয়ার কথা রয়েছে।

হাওরে এই প্রথম কোনো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান তারকাদের মেলায় পরিণত হয়। অভিনেতারা বলেন, ফুটবল একটি জাতীয় খেলা। ফুটবল খেলায় হাওরের মানুষকে আরও উৎসাহিত করতে আমরা ডিবি প্রধানের আমন্ত্রণে এসেছি। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার ও মশিউর রহমান ভূইয়া।

 

এদিকে ডিবিপ্রধান নিজের এবং স্ত্রীর চিকিৎসার জন্য শিগগির সিঙ্গাপুর যাচ্ছেন। তার আগেই জমকালো এই টুর্নামেন্ট খেললেন তিনি। ইতোমধ্যে তার চিকিৎসার জন্য ১৩ দিনের ছুটি মঞ্জুর করে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত বছরের ১৩ জুলাই ডিবিপ্রধানের দায়িত্ব পান হারুন অর রশীদ। একইবছরের ১১ মে অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হন। সেসময় তিনি যুগ্ম-পুলিশ কমিশনারের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও গোয়েন্দা উত্তর) দায়িত্বে ছিলেন।

পুলিশের এই কর্মকর্তার জন্ম কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও এমএসএস করেন। পুলিশের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক’-বিপিএম ও ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’-পিপিএম পেয়েছেন পাঁচবার।