ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মানুষের চোখ কত মেগাপিক্সেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • ১১৭ বার

প্রযুক্তির অগ্রযাত্রার এ সময়ে মেগাপিক্সেল শব্দটি খুবই পরিচিত। স্মার্টফোন বা ক্যামেরা কিনতে গেলে শুরুতেই সেটি কত মেগাপিক্সেল তা দেখে নেন। মানুষের চোখ ও ক্যামেরার মতোই। মানুষের চোখেও মেগাপিক্সেল আছে। চোখ মানুষের শরীরের একটি বিশেষ অঙ্গ। চোখের অপটিক লিস্টের কারণেই আমরা বিশ্বকে দেখতে পাচ্ছি। শারীরবিজ্ঞান বলছে, মানুষের চোখে ৫৭৬ মেগাপিক্সেল পর্যন্ত ভিউ দেখাতে পারে। সে জন্যই আমরা প্রায় ১ কোটি রঙ আলাদাভাবে দেখতে পাই। অর্থাৎ সহজ কথায় বললে চোখ একবারে ৫৭৬ মেগাপিক্সেলের এলাকা দেখতে পারে। যেখানে একটি আইফোন ১৪-এর ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। মূলত পিক্সেল হচ্ছে ছবির প্রাণ, ছবির ক্ষুদ্রতম অংশ যা খালি চোখে দেখা যায় না। একটি ছবির দৈর্ঘ্যে তিন হাজার পিক্সেল আর প্রস্থে দুই হাজার পিক্সেল হলে পুরো ছবির আয়তন দাঁড়ায় ৬০ লাখ পিক্সেল; এটি হবে ছয় মেগাপিক্সেলের ছবি। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ১০ লাখ পিক্সেল সমান ১ মেগাপিক্সেল। এ মেগাপিক্সেলই হচ্ছে ক্যামেরার লেন্সে তোলা ছবির আয়তনের একক। নিশ্চয়ই বুঝতে পারছেন মানবদেহ যত জটিল ততই আকর্ষণীয়। নিশ্চয়ই খেয়াল করেছেন যে, ফোনের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর ক্যামেরার মানও খারাপ হতে থাকে। চোখের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। মানুষ বৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তার চোখের জ্যোতিও কমে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মানুষের চোখ কত মেগাপিক্সেল

আপডেট টাইম : ১০:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩

প্রযুক্তির অগ্রযাত্রার এ সময়ে মেগাপিক্সেল শব্দটি খুবই পরিচিত। স্মার্টফোন বা ক্যামেরা কিনতে গেলে শুরুতেই সেটি কত মেগাপিক্সেল তা দেখে নেন। মানুষের চোখ ও ক্যামেরার মতোই। মানুষের চোখেও মেগাপিক্সেল আছে। চোখ মানুষের শরীরের একটি বিশেষ অঙ্গ। চোখের অপটিক লিস্টের কারণেই আমরা বিশ্বকে দেখতে পাচ্ছি। শারীরবিজ্ঞান বলছে, মানুষের চোখে ৫৭৬ মেগাপিক্সেল পর্যন্ত ভিউ দেখাতে পারে। সে জন্যই আমরা প্রায় ১ কোটি রঙ আলাদাভাবে দেখতে পাই। অর্থাৎ সহজ কথায় বললে চোখ একবারে ৫৭৬ মেগাপিক্সেলের এলাকা দেখতে পারে। যেখানে একটি আইফোন ১৪-এর ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। মূলত পিক্সেল হচ্ছে ছবির প্রাণ, ছবির ক্ষুদ্রতম অংশ যা খালি চোখে দেখা যায় না। একটি ছবির দৈর্ঘ্যে তিন হাজার পিক্সেল আর প্রস্থে দুই হাজার পিক্সেল হলে পুরো ছবির আয়তন দাঁড়ায় ৬০ লাখ পিক্সেল; এটি হবে ছয় মেগাপিক্সেলের ছবি। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ১০ লাখ পিক্সেল সমান ১ মেগাপিক্সেল। এ মেগাপিক্সেলই হচ্ছে ক্যামেরার লেন্সে তোলা ছবির আয়তনের একক। নিশ্চয়ই বুঝতে পারছেন মানবদেহ যত জটিল ততই আকর্ষণীয়। নিশ্চয়ই খেয়াল করেছেন যে, ফোনের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর ক্যামেরার মানও খারাপ হতে থাকে। চোখের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। মানুষ বৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তার চোখের জ্যোতিও কমে যায়।