ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জ ইটনা উপজেলায় আগুনে পুড়ে ৪টি বসত ঘর সহ খড়ের স্তূপ ভস্মিভূত। রবিবার সকালে ১০টার দিকে সদরের দাস পাড়া গ্রামের শংকর দাসের বসত ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই একের পর এক বসত ঘর পুরতে থাকে।
খবর পেয়ে ইটনা ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৩টি খড়ের গাদা সহ ৪টি বসত ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান জানান খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে। আগুন নেভাতে গিয়ে ইটনা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাসিবুর রহমান অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ইটনা হাসপাতালে ভর্তি করা হয়।