বাংলাদেশ দক্ষতার সঙ্গে কূটনীতিকদের নিরাপত্তা দিচ্ছে: প্রতিমন্ত্রী

অনেক দেশের তুলনায় বাংলাদেশ অনেক দক্ষতার সঙ্গে বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারের অংশ হিসেবে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করেন তিনি।

ক্যাপ্টেন মইন আহমেদকে আইএমওর মহাপরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার সমর্থন দিয়েছে সরকার এমনটা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তার পক্ষে ভোট চাইতেই আজ রাষ্ট্রদূতদের ডাকা হয়েছিল।

কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কূটনীতিকদের বাংলাদেশ অনেক দেশের চেয়ে অধিকতর দক্ষতার সঙ্গে নিরাপত্তা দিয়ে যাচ্ছে।

এ সময় রাষ্ট্রদূতদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ মুহূর্তে আর উত্তর দেওয়ার কিছু নেই। এ ছাড়া, রাষ্ট্রদূতরা গাড়িতে পতাকা তুলতে পারবেন না–এমন কোনো নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেই।

যুক্তরাষ্ট্রকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মূল্যায়ন করার সক্ষমতা আমার নেই।

ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, সৌদি আরব, রাশিয়া, কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, জাপান, ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ফিলিপাইনের রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করেন। তবে আইএমও’র মহাসচিব পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দেশ হওয়ায় চীন ও তুরস্ককে এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর